পশ্চিমবঙ্গ

west bengal

Chingrighata Flyover: চিংড়িঘাটা উড়ালপুল নিয়ে বাড়ছে দুশ্চিন্তা ! তৃতীয় পক্ষের পরামর্শ নেবে কেএমডিএ

By

Published : Jul 27, 2023, 8:17 AM IST

Updated : Jul 27, 2023, 8:25 AM IST

2018 সালের সেপ্টেম্বর মাসে চিংড়িঘাটা উড়ালপুল প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানান, সেতুর অবস্থা ভালো নয় ৷ এবার উড়ালপুলের স্বাস্থ্য ফেরাতে তৃতীয় পক্ষের পরামর্শ নেবে কেএমডিএ ৷

ETV Bharat
চিংড়িঘাটা ফ্লাইওভার

কলকাতা, 27 জুলাই: চিংড়িঘাটা উড়ালপুলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ৷ এই উড়ালপুলের দু'টি পিলারের মধ্যে ফাটল ধরা পড়েছে ৷ এই অবস্থায় কী করণীয়, তা নির্ধারণ করতে তৃতীয় পক্ষের মতামত চাইবে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ ৷ পূর্ত দফতর, আইআইটি খড়্গপুরের ইঞ্জিনিয়ারদের হাতে ফ্লাইওভার মেরামতির কাজ ছাড়ার আগে এই ফ্লাইওভার নিয়ে তৃতীয় পক্ষ বা বিশেষজ্ঞদের মতামত জানতে চাইছে কেএমডিএ ৷

বর্তমানে ইএম বাইপাসের সঙ্গে সল্টলেকের সংযোগকারী 600 মিটার লম্বা ফ্লাইওভারের সংস্কারের কাজ চলছে ৷ এই প্রসঙ্গেই নতুন করে চিংড়িঘাটা উড়ালপুর সংস্কারের বিষয়টিও উঠে আসে ৷ কেএমডিএ-র এক শীর্ষ আধিকারিক জানান, রাজ্য সরকার জনগণের নিরাপত্তাকেই অগ্রাধিকার দেবে ৷ কোনওভাবেই এর সঙ্গে আপোস করা হবে না ৷ আর সেই কারণে মেরামতির কাজ শুরুর আগে চিংড়িঘাটা ফ্লাইওভারের স্বাস্থ্য নিয়ে তৃতীয় পক্ষ কী বলছে, তা জানতে চায় কেএমডিএ ৷

এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন, কেএমডিএ-র চেয়ারম্যান তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি বুধবার রাজ্য বিধানসভায় দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি খলিল আহমেদ, কেএমডিএ-র সিইও বিজয় ভারতী এবং অন্য ঊর্ধ্বতন আধিকারিকদের নিয়ে বৈঠক করেন ৷ সেখানে চিংড়িঘাটা উড়ালপুল নিয়ে তৃতীয় পক্ষের মতামত চাওয়া হবে সিদ্ধান্ত নেওয়া হয় ৷

2018 সালের সেপ্টেম্বরে সেতুটি পরীক্ষার পরে বিশেষজ্ঞরা মতামত দিয়েছিলেন, সেতুর উপর দিয়ে অবিরাম ভারী যানবাহন চলাচল করতে পারবে না৷ সেই ভার সহ্য করার মতো যথেষ্ট শক্তিশালী নয় চিংড়িঘাটা ফ্লাইওভার ৷ এরপর থেকে সেতু দিয়ে বাস থেকে শুরু করে ট্রাকের মতো ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয় ৷ সীমিত গতিতে ছোট যানবাহনগুলিকে চলাচলের অনুমতি দেওয়া হয় ৷ সেতুতে হাইট বারও বসানো হয়েছে ৷

আরও পড়ুন: অবশেষে খুলল জট, চিংড়িঘাটা ক্রসিংয়ে শুরু হল মেট্রোর পিলার নির্মাণের প্রস্তুতি

পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতায় সেতু দুর্ঘটনার ইতিহাস কমবেশি সকলেরই জানা । 2016 সালের 31 মার্চ পোস্তায় বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ে । তাতে প্রাণ হারান অনেকে। এরপর 2018 সালের সেপ্টেম্বরে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে ৷ এই ঘটনায় প্রাণহানীর ঘটনা সেভাবে না ঘটলেও শহরের সেতুগুলির স্বাস্থ্য় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছিল। এমতাবস্থায় শহরের সবকটি উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার ৷ এর জন্য সেতু বিশেষজ্ঞ অমিতাভ ঘোষালের নেতৃত্বে ছয় সদস্যের কমিটিও গঠন করা হয় ৷

Last Updated : Jul 27, 2023, 8:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details