কলকাতা, 4 জুন :খ্যাতনামা সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুতে কেএমডিএ ও পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে । নজরুল মঞ্চ-সহ বিভিন্ন হল ভাড়া দেওয়ার ক্ষেত্রে 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর' এসওপি বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে কেএমডিএ কর্তৃপক্ষ । পাশাপাশি সংশ্লিষ্ট হলে ঢোকার আগে টিকিটে স্ট্যাম্প দেওয়া হতে পারে, জানালেন কেএমডিএ-র চেয়ারম্যান ফিরহাদ হাকিম । যদিও এর কোনওটাই চূড়ান্ত সিদ্ধান্ত নয়, সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মেয়র (KMDA to implement SOP on programmes in Hall or Auditoriums in Kolkata) ৷
শুক্রবার ফিরহাদ হাকিম বলেন, যদি কোনও শিক্ষাপ্রতিষ্ঠান হয়, কলেজের ইউনিয়ন হয় তাহলে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে । শিল্পীর নাম জানাতে হবে, কত সংখ্যায় ভিড় হতে পারে তা খতিয়ে দেখা হবে । খুব জনপ্রিয় শিল্পী হলে পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান করা যাবে ।
শহরে একাধিক স্টেডিয়াম বা হলে প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান হয়ে থাকে ৷ তাই কখন কোথায় কোন শিল্পী আসছেন, তাও দেখা হবে ৷ এ প্রসঙ্গে ডোভার লেন মিউজিক কনফারেন্স-এর কথা মনে করিয়ে দিয়ে মেয়র বলেন, "প্রতি বছর ডোভার লেন মিউজিক কনফারেন্স হয় ৷ এটা অনেক বড় অনুষ্ঠান হলেও তাতে এই ধরনের উচ্ছ্বাস থাকে না । সঙ্গীতপ্রেমীরা সারারাত ধরে সেখানে থাকেন ৷ আবার যখন বড় মাপের শিল্পী, যেমন অরিজিৎ সিং এসেছিলেন তখন অন্য ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল । কিছুদিন আগে ইকোপার্কে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানে মারাত্মক ভিড় হয়েছিল । এইসব বিষয়গুলি দেখে ভেবেচিন্তে এসওপি (Standard Operating Procedure,SOP) তৈরি করা হবে ।"