কলকাতা, 7 এপ্রিল:নাগরিকদের ক্ষোভ এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর পিছু হঠতে হল কলকাতা পৌরনিগমকে ৷ প্রত্যাহার করে নেওয়া হল শহরে গাড়ি পার্কিংয়ের জন্য ফি বৃদ্ধির সিদ্ধান্ত ৷ শুক্রবার কলকাতা পৌরনিগমের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানানো হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে,"নতুন হারে পার্কিং ফি নেওয়ার যে সিদ্ধান্ত 1 এপ্রিল থেকে কার্যকর করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ৷ আগের হারেই পার্কিং ফি নেওয়া হবে ৷"
তবে ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন কলকাতা পৌরনিগমের এই সিদ্ধান্ত গ্রহণের আগে শুক্রবার পরপর এমন দুটি ঘটনা ঘটে, যা এই ইস্যুতে তৃণমূলের অন্দরের সমীকরণ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে ৷ প্রথমে এদিন বিকেলে এক সাংবাদিক বৈঠক করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, কলকাতা পৌরনিগমের এই পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্তকে অনুমোদন করে না তৃণমূল কংগ্রেস ৷ এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ও অনুমতি না নিয়েই গ্রহণ করা হয়েছিল ৷ তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নীতি মানুষের উপর বোঝা বাড়ানো নয়, 2011 সালে রাজ্যে তৃণমূল সরকার গঠন হওয়ার পর থেকেই এই নীতি নেওয়া হয়েছে বলে জানান কুণাল ৷ তিনি আরও দাবি করেন, এভাবে পার্কিং ফি বৃদ্ধিতে নাগরিকদের উপর বোঝা বৃদ্ধির বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আসে ৷ তারপরেই তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন ৷ এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র ফিরহাদ হাকিমকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দেন ৷