পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Road Condition : কলকাতার উঁচু-নিচু রাস্তা সমান করতে নয়া প্রযুক্তির ব্যবহার, জানালেন ফিরহাদ - KMC plan for city roads

কলকাতার রাস্তার সংস্কারে মেকানাইক ম্যাস্টিক অ্যাসফাল্টাম প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim on City Road Condition) ৷

kmc on kolkata road
কলকাতার উঁচু-নিচু রাস্তা সমান করতে নয়া প্রযুক্তির ব্যবহার

By

Published : May 7, 2022, 10:30 PM IST

কলকাতা, 7 মে : শহর জুড়ে উঁচু-নিচু রাস্তার সমস্যার কথা মেনে নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim on City Road Condition) । শনিবার তিনি বলেন, "কলকাতার রাস্তায় ফ্রিতে আর 'রোলার কোস্টার' নয় । প্রথম ধাপে 38টি রাস্তা মসৃণ করার উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরনিগম । একইসঙ্গে অর্থ দফতরের অনুমোদন পেলে শহরের 9টি বড় রাস্তার মেকানাইক ম্যাস্টিক অ্যাসফল্টামের কাজও হবে ।"

এদিন কলকাতার রাস্তার কিছু সমস্যা নিয়ে নিজেই মুখ খুলেছেন মহানাগরিক ফিরহাদ হাকিম ৷ বলেছেন, "কলকাতার উঁচু-নিচু রাস্তা নিয়ে মানুষের অনেক অভিযোগ রয়েছে । কার্যত ফ্রিতে রোলার কোস্টারে ওঠার অভিজ্ঞতার সাক্ষী থাকেন শহরবাসী । কলকাতার রাস্তায় খানাখন্দ নেই । কিন্তু একটু জোরে গাড়ি চালালে আমাদের আর রোলার কোস্টারে চড়ার প্রয়োজন পড়ে না । এই সমস্যার একটা সমাধান প্রয়োজন ৷ আগে কলকাতার রাস্তায় খানাখন্দ ছিল, কিন্তু যখন সুব্রত মুখোপাধ্যায় মেয়র হয়েছিলেন তারপর থেকে ম্যাট্রিক অ্যাসফল্ট করার কাজ শুরু হয় রাস্তার ৷ ফলে খানাখন্দটা নেই এখন কিন্তু বাম্পি রোড তৈরি হয়েছে । একটা শহরের জন্য কাম্য নয় । এবার সেই কারণে মেকানাইক ম্যাস্টিক অ্যাসফাল্টাম প্রযুক্তি ব্যবহার করে শহরের বড় রাস্তাগুলোতে মেরামতি শুরু হবে । রেড রোডে এই কাজ হচ্ছে । সম্প্রতি পূর্ত দফতর মেকানাইক ম্যাস্টিক অ্যাসফাল্টামের জন্য বিদেশী প্রযুক্তি ব্যবহার করে একটি ইউনিট তৈরি করেছে । ওরা চেন্নাইয়ের এক ব্যবসায়ীকে দিয়ে বানিয়েছে । অর্থ দফতরের কাছে ওরা অনুমোদন চেয়ে পাঠিয়েছে । সেই অনুমোদন এসে গেলে আমরাও কাজ শুরু করে দেব ৷"

কলকাতার উঁচু-নিচু রাস্তা সমান করতে নয়া প্রযুক্তির ব্যবহার, জানালেন ফিরহাদ

আরও পড়ুন : ফ্ল্যাট বিক্রির আগে পর্যন্ত সম্পত্তি করের দায় প্রমোটারের, ঘোষণা ফিরহাদের

ফিরহাদ জানিয়েছেন, প্রথম পর্যায়ে কলকাতার 38টি রাস্তার সার্বিক মেরামতির কাজ করা হবে । রাস্তা মেরামতের ক্ষেত্রে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মানা হবে ৷ ক্ষুদিরাম বসু সরণি, শোভাবাজার স্ট্রিট, অরবিন্দ সরণির একাংশ, বিবেকানন্দ সরণির একাংশ, বেলভেডিয়ার রোডের একাংশ, আলিপুর রোডের একাংশ, হরিশ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জী রোড, দেশপ্রাণ শাসমল রোড, শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, চিত্তরঞ্জন এভিনিউ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডর মত শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় মেকানাইক ম্যাস্টিক অ্যাসফাল্টামের ব্যবহার করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details