কলকাতা, 7 মে : শহর জুড়ে উঁচু-নিচু রাস্তার সমস্যার কথা মেনে নিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim on City Road Condition) । শনিবার তিনি বলেন, "কলকাতার রাস্তায় ফ্রিতে আর 'রোলার কোস্টার' নয় । প্রথম ধাপে 38টি রাস্তা মসৃণ করার উদ্যোগ নিচ্ছে কলকাতা পৌরনিগম । একইসঙ্গে অর্থ দফতরের অনুমোদন পেলে শহরের 9টি বড় রাস্তার মেকানাইক ম্যাস্টিক অ্যাসফল্টামের কাজও হবে ।"
এদিন কলকাতার রাস্তার কিছু সমস্যা নিয়ে নিজেই মুখ খুলেছেন মহানাগরিক ফিরহাদ হাকিম ৷ বলেছেন, "কলকাতার উঁচু-নিচু রাস্তা নিয়ে মানুষের অনেক অভিযোগ রয়েছে । কার্যত ফ্রিতে রোলার কোস্টারে ওঠার অভিজ্ঞতার সাক্ষী থাকেন শহরবাসী । কলকাতার রাস্তায় খানাখন্দ নেই । কিন্তু একটু জোরে গাড়ি চালালে আমাদের আর রোলার কোস্টারে চড়ার প্রয়োজন পড়ে না । এই সমস্যার একটা সমাধান প্রয়োজন ৷ আগে কলকাতার রাস্তায় খানাখন্দ ছিল, কিন্তু যখন সুব্রত মুখোপাধ্যায় মেয়র হয়েছিলেন তারপর থেকে ম্যাট্রিক অ্যাসফল্ট করার কাজ শুরু হয় রাস্তার ৷ ফলে খানাখন্দটা নেই এখন কিন্তু বাম্পি রোড তৈরি হয়েছে । একটা শহরের জন্য কাম্য নয় । এবার সেই কারণে মেকানাইক ম্যাস্টিক অ্যাসফাল্টাম প্রযুক্তি ব্যবহার করে শহরের বড় রাস্তাগুলোতে মেরামতি শুরু হবে । রেড রোডে এই কাজ হচ্ছে । সম্প্রতি পূর্ত দফতর মেকানাইক ম্যাস্টিক অ্যাসফাল্টামের জন্য বিদেশী প্রযুক্তি ব্যবহার করে একটি ইউনিট তৈরি করেছে । ওরা চেন্নাইয়ের এক ব্যবসায়ীকে দিয়ে বানিয়েছে । অর্থ দফতরের কাছে ওরা অনুমোদন চেয়ে পাঠিয়েছে । সেই অনুমোদন এসে গেলে আমরাও কাজ শুরু করে দেব ৷"