কলকাতা, 8 নভেম্বর: ফুটপাথ প্রায় হকারদের দখলে গোটা শহরে । আর ধীরে ধীরে গাড়ি চলাচলের রাস্তারও দখল নিচ্ছেন হকাররা । ফলে পথচারী থেকে গাড়ির চালক, সকলেই নাজেহাল হকার সমস্যা নিয়ে । তবে এবার আর পিচ রাস্তায় কোনও হকার বসতে দেবে না টাউন ভেন্ডিং কমিটি বা টিভিসি (TVC) ৷
শুধু তাই নয়, যাঁরা ফুটপাথে (Footpath) বসে হকারি করেন, তাঁদের নির্দিষ্ট আইন মেনেই হকারি করতে হবে । সেই বার্তা দিতেই আগামিকাল বুধবার থেকে শুরু হচ্ছে এই সমীক্ষা । তবে হকার উচ্ছেদ করা হবে না । তাঁদের বসার বিকল্প জায়গা দেওয়া হবে বলেই খবর কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) সূত্রে । এতে পথচারীদের অনেকেই আশঙ্কা করছেন যে বিকল্প জায়গার নামে নতুন নতুন ফুটপাতে বসানো হবে হকার ।
কলকাতা কর্পোরেশন (KMC) সূত্রে খবর, টিভিসি কাল গড়িয়াহাট থানা এলাকায় দুপুর থেকে কাজ শুরু করবে । পরের দিন সমীক্ষা হবে হাতিবাগান ও তার পরে নিউ মার্কেটে । এই তিন থানা এলাকাকে পাইলট প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে । এদিন এই সমীক্ষা নিয়ে এক বৈঠক হয় কলকাতা কর্পোরেশনের সচিবের নেতৃত্বে । সেখানে কী প্রচার করা হবে, বলা হবে, সেই লিফলেট প্রত্যেক প্রতিনিধি ও পুলিশ আধিকারিকদের দেওয়া হয় । প্রতিটি থানায় 2015 সালে আবেদন করা হকার তালিকা পাঠানো হবে । সেই অনুসারে এই সমীক্ষা চলবে ।