পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডেঙ্গি প্রতিরোধে বাংলাদেশের পাশে কলকাতা পৌরনিগম, সবরকম সাহায্যের আশ্বাস মেয়রের - কলকাতা পৌরনিগম

ডেঙ্গি প্রতিরোধে কলকাতা পৌরনিগমের সঙ্গে বৈঠক বাংলাদেশের পল্লি উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলামের । সবরকম সাহায্যের আশ্বাস দিলেন মেয়র ফিরহাদ হাকিম । উঠে ভারত-বাংলাদেশ নিবিড় সম্পর্কের কথা ।

ছবিটি প্রতীকী

By

Published : Aug 3, 2019, 11:23 PM IST

কলকাতা, 3 অগাস্ট : ডেঙ্গিতে ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় 19 হাজারেরও বেশি মানুষ আক্রান্ত‌ । ডেঙ্গি নিয়ন্ত্রণে কলকাতা পৌরনিগমকে পাশে চায় বাংলাদেশ সরকার । সেই মতোই বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা পৌরনিগম । এবিষয়ে আজ কলকাতা পৌরনিগমে মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন বাংলাদেশের পল্লি উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম ।

বাংলাদেশের পল্লি উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আজ কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে আসেন । কলকাতা ডেঙ্গি নিয়ন্ত্রণের বিষয়ে কী কী পদক্ষেপ নিয়েছে তা নিয়ে সবিস্তারে আলোচনা হয় । ডেঙ্গি নিয়ন্ত্রণ সম্পর্কে বাংলাদেশের প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হয় বিভিন্ন বিষয় । বাংলাদেশের মন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ও পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের । সেই সম্পর্কের মেলবন্ধনকে আরও সুদৃঢ় করতে কলকাতা পৌরনিগমের অন্তর্গত এলাকায় যেভাবে ডেঙ্গিকে সম্পূর্ণ মুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে সেভাবে বাংলাদেশও পরিকল্পনা করবে ৷

ফিরহাদ হাকিম জানান, শুধু একটা কাঁটাতারের বেড়া । কিন্তু সম্পর্কটা চিরদিনের । তাই শহর কলকাতার মানুষের পাশাপাশি বাংলাদেশের মানুষ যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে তার জন্য কলকাতা পৌরনিগম ডেঙ্গি প্রতিরোধে বাংলাদেশ সরকারকে সবরকম সাহায্য করবে ।

ABOUT THE AUTHOR

...view details