পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফ্ল্যাট রেজিস্ট্রেশনে বিল্ডিং প্ল্যান বাধ্যতামূলক করতে চায় কলকাতা পৌরনিগম - ফ্ল্যাট রেজিস্ট্রেশনে বিল্ডিং প্ল্যান বাধ্যতামূলক করতে চায় কলকাতা পৌরনিগম

শহরে অবৈধ নির্মাণ রুখতে পদক্ষেপ কলকাতা পৌরনিগমের ৷ ফ্ল্যাট রেজিস্ট্রেশনের জন্য স্যাংশন বিল্ডিং প্ল্যান থাকতে হবে ৷ না হলে আবেদন করা যাবে না ৷

ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্যানশান বিল্ডিং প্ল্যান বাধ্যতামূলক করতে চায় কলকাতা পুর নিগম
ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্যানশান বিল্ডিং প্ল্যান বাধ্যতামূলক করতে চায় কলকাতা পুর নিগম

By

Published : Jun 7, 2020, 6:58 AM IST

কলকাতা, 7 জুন: ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বড়সড় বদল আনতে চলেছে কলকাতা পৌরনিগম । এবার থেকে ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে গেলে বিল্ডিং প্ল্যান আবশ্যিক করা হচ্ছে । অবৈধ প্রমোটিং রুখতেই এই বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পৌরনিগম । স্যাংশান বিল্ডিং প্ল্যান ছাড়া ফ্ল্যাট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যাবে না ।

এই বিষয়ে কলকাতা পৌর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন,"কলকাতায় বহু জায়গায় অবৈধ বাড়ি নির্মাণ হয়েছে । শহরের বুকে প্রায় অবৈধ বহুতল নির্মাণ হচ্ছে । এই অবৈধ বহুতল বন্ধ করতে গেলে একটা বড় পদক্ষেপ নিতেই হবে । তাই কলকাতা পৌরনিগম স্থির করেছে যে কোনও ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে গেলে আগে সরকার অনুমোদিত বিল্ডিং প্ল্যান জমা দিতে হবে ৷ তবেই মিলবে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন । কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব রাখা হবে । রাজ্য সরকার অনুমতি দিলেই এই ব্যবস্থা দ্রুত কার্যকর করা হবে ।"

ফিরহাদ হাকিম আরও বলেন, "অবৈধ ফ্ল্যাটবাড়ি তৈরি হয়ে যাবার পর ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের জন্য আবেদন আসে । সেক্ষেত্রে সরকারি অনুমোদিত বিল্ডিং প্ল্যান না থাকলে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করবে না কলকাতা পৌরনিগম । ফ্ল্যাটের রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেলে তবেই শহরের বুকে অবৈধ নির্মাণ বন্ধ হবে । যে কারণে বিল্ডিং প্ল্যান স্যাংশনের প্রয়োজনীয়তা রয়েছে । সমস্ত বিধিনিষেধ মেনে বাড়ি তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্যই সরকারের থেকে অনুমতি নেওয়া প্রয়োজন । নির্মাণের চারপাশে পর্যাপ্ত জায়গা ছাড়তে হয় । এছাড়াও পানীয় জল ওর নিকাশি নালার জন্য জায়গা ছাড়া আছে কিনা দেখে তবেই নির্মাণের জন্য অনুমতি দেওয়া হয় । যে যার ইচ্ছেমতো বাড়ি করে নিলে কলকাতা পৌরনিগমের পরিষেবা ব্যাহত হবে । ঠিকমতো সাফাই না হলে যেকোনও মহামারী দ্রুত ছড়িয়ে পড়বে শহরে । "

ABOUT THE AUTHOR

...view details