কলকাতা, 16 ডিসেম্বর:পাঁচবছর অন্তর নয়, তার বদলে প্রতি বছরই বিপিএল তালিকা (BPL List), অর্থাৎ দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী মানুষের সংখ্যার মূল্যায়ন করা হোক ৷ এমনটাই চাইছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ যদিও তিনি এও জানিয়েছেন যে এই বিষয়ে রাজ্যের নির্দেশ ছাড়া কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) কিছুই করার নেই ৷ তাই শীঘ্রই কেএমসির (KMC) পক্ষ থেকে রাজ্যের কাছে এই বিষয়ে প্রস্তাব পাঠানো হবে ৷ একদিকে, যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) তালিকা নিয়ে রাজ্যজুড়ে দুর্নীতির অভিযোগ উঠছে, তখন কলকাতা পৌরনিগমের এই অবস্থান তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷
বিষয়টি নিয়ে শুক্রবার মুখ খোলেন ফিরহাদ ৷ তিনি বলেন, "একটি পরিবার পাঁচবছর ধরে বিপিএল থাকবে, বা এপিএল থাকবে, এমনটা নাও ঘটতে পারে ৷ গরিব পরিবারের এক সদস্য হয়তো চাকরি পেলেন ৷ তাতে সেই পরিবার বিপিএল থেকে এপিএল স্তরে উঠে আসতে পারে ৷ আবার কোনও সচ্ছল পরিবারের রোজগেরে সদস্যের হঠাৎ মৃত্যু হল ৷ তাতে রাতারাতি ওই পরিবারটি দরিদ্র হয়ে যেতে পারে ৷ প্রতি মুহূর্তে তাই এই হিসাব বদলে যায় ৷ আমি বলব, যাতে পাঁচ বছরের বদলে এক বছর অন্তর বিপিএল তালিকার মূল্যায়ন করা হয়, সেই ব্যবস্থা করা হোক ৷ তবে, অনেকেই আছেন, একবার বিপিএলের সুযোগ-সুবিধা পেলে আর সেটা ছাড়তে চান না ৷ এটা অন্য়ায় ৷ কেন এমনটা হবে ! আপনার যদি আর্থিক সচ্ছলতা ফেরে, তারপরও কেন আপনি বিপিএলের সুবিধা নেবেন ? এমনটা হওয়া উচিত নয় ৷"