পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BPL List: পাঁচবছর নয়, একবছর অন্তর করা হোক বিপিএল তালিকার মূল্যায়ন, রাজ্যকে প্রস্তাব দেবে কেএমসি

পাঁচবছরের বদলে একবছর অন্তর শহরের বিপিএল তালিকা (BPL List) সংশোধন করা হোক ৷ রাজ্যের কাছে এ দাবি জানাবে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ জানালেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ কেন এই পদক্ষেপ ?

KMC wants to amend BPL List every year instead of five years gap
BPL List: পাঁচবছর নয়, একবছর অন্তর করা হোক বিপিএল তালিকার মূল্যায়ন, রাজ্যকে প্রস্তাব দেবে কেএমসি

By

Published : Dec 16, 2022, 6:30 PM IST

বিপিএল তালিকা সংশোধনীর সময়ে বদল আনতে চান মেয়র ৷

কলকাতা, 16 ডিসেম্বর:পাঁচবছর অন্তর নয়, তার বদলে প্রতি বছরই বিপিএল তালিকা (BPL List), অর্থাৎ দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী মানুষের সংখ্যার মূল্যায়ন করা হোক ৷ এমনটাই চাইছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ যদিও তিনি এও জানিয়েছেন যে এই বিষয়ে রাজ্যের নির্দেশ ছাড়া কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) কিছুই করার নেই ৷ তাই শীঘ্রই কেএমসির (KMC) পক্ষ থেকে রাজ্যের কাছে এই বিষয়ে প্রস্তাব পাঠানো হবে ৷ একদিকে, যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) তালিকা নিয়ে রাজ্যজুড়ে দুর্নীতির অভিযোগ উঠছে, তখন কলকাতা পৌরনিগমের এই অবস্থান তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷

বিষয়টি নিয়ে শুক্রবার মুখ খোলেন ফিরহাদ ৷ তিনি বলেন, "একটি পরিবার পাঁচবছর ধরে বিপিএল থাকবে, বা এপিএল থাকবে, এমনটা নাও ঘটতে পারে ৷ গরিব পরিবারের এক সদস্য হয়তো চাকরি পেলেন ৷ তাতে সেই পরিবার বিপিএল থেকে এপিএল স্তরে উঠে আসতে পারে ৷ আবার কোনও সচ্ছল পরিবারের রোজগেরে সদস্যের হঠাৎ মৃত্যু হল ৷ তাতে রাতারাতি ওই পরিবারটি দরিদ্র হয়ে যেতে পারে ৷ প্রতি মুহূর্তে তাই এই হিসাব বদলে যায় ৷ আমি বলব, যাতে পাঁচ বছরের বদলে এক বছর অন্তর বিপিএল তালিকার মূল্যায়ন করা হয়, সেই ব্যবস্থা করা হোক ৷ তবে, অনেকেই আছেন, একবার বিপিএলের সুযোগ-সুবিধা পেলে আর সেটা ছাড়তে চান না ৷ এটা অন্য়ায় ৷ কেন এমনটা হবে ! আপনার যদি আর্থিক সচ্ছলতা ফেরে, তারপরও কেন আপনি বিপিএলের সুবিধা নেবেন ? এমনটা হওয়া উচিত নয় ৷"

আরও পড়ুন:কেরলের ধাঁচে কলকাতাতেও এবার অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে প্রিয় পোষ্যের

উল্লেখ্য, কলকাতা পৌরনিগমের অধিবেশনে বিপিএল তালিকা সংশোধন করা নিয়ে প্রশ্ন তোলেন 22 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মিনাদেবী পুরোহিত ৷ তিনি বলেন, "দীর্ঘদিন ধরে কলকাতায় বিপিএল তালিকায় নাম তোলার কাজ বন্ধ রয়েছে ৷ দ্রুত এই কাজ শুরু না হলে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার মতো পরিষেবা থেকে বহু মানুষ বঞ্চিত হবেন ৷" মিনাদেবী জানতে চান, কবে কলকাতায় বিপিএল তালিকার পুনর্মূল্যায়ন করা হবে তা নির্দিষ্ট করে বলা হোক ৷ সেই প্রশ্নেরই জবাব দিতে গিয়ে উপরোক্ত বিষয়টি উল্লেখ করেন ফিরহাদ ৷ তিনি জানান, রাজ্য মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে এ নিয়ে প্রস্তাব পেশ করবেন ৷

ABOUT THE AUTHOR

...view details