কলকাতা, 20 মে:মহানগরকে হকার-রাজ মুক্ত করতে উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ হকার আইন অনুসারে শহরের বিভিন্ন জায়গায় সম্প্রতি তৈরি হয়েছে টাউন ভেন্ডিং কমিটি । অথচ এই নয়া হকারনীতির বাস্তবায়ন হয়নি নিউমার্কেট চত্বরেই । কলকাতা পৌরনিগমের মূল কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত নিউমার্কেটে ধরা পড়েছে অব্যবস্থার ছবি ৷ অভিযোগ, ফুটপাথ থেকে শুরু করে রাস্তা সবটারই দখল নিয়েছেন হকাররা ।
হকারদের উৎপাত থেকে রেহাই পেতে ইতিমধ্যেই নিউমার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে মেয়র ফিরহাদ হাকিম এবং পৌর কমিশনার বিনোদ কুমারকে ৷ অভিযোগ, হকার আইনের তোয়াক্কা করছেন না নিউমার্কেট এলাকার হকাররা । ফুটপাথ থেকে রাস্তা সবটাই দখল করে ব্যবসা করছেন তাঁরা। এমনকী নিউমার্কেট বাজারের গেটও তাদের দখলে চলে গিয়েছে ৷ সরকারি খাতায় এই চত্বরে প্রায় তিন হাজারের কাছাকাছি হকার থাকার কথা কিন্তু কয়েকটি সূত্রের দাবি আদতে সংখ্যটা প্রায় চার হাজার ।
হগ মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনও জানিয়েছে, নিউমার্কেটের ফুটপাথে পথচারীদের হাঁটার জন্য পর্যাপ্ত জায়গা নেই । সবটাই হকারদের দখলে । তাছাড়া টাউন ভেন্ডিং কমিটির নিয়ম অনুযায়ী ব্ল্যাক টপ বা পিচ রাস্তার উপর হকারদেপর ব্যবসা করা নিষিদ্ধ ৷ কিন্তু নিউমার্কেট চত্বরে এই ধরনের কোনও নিয়মই মানা হচ্ছে না বলে অভিযোগ ৷ পিচ রাস্তার উপরও রমরমিয়ে ব্যবসা করছেন হকাররা ৷ প্লাস্টিকের ছাউনিতে ভরে গিয়েছে চত্বর ৷ তার ফলে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার ঘটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
এই সমস্যার সমাধান কবে ?