পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC :বসতবাড়ির কর দিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার ! ব্যবস্থা নেবে পৌরনিগম - করের তালিকায় এবার বসতবাড়ি

কলকাতায় অনেক বহুতল আছে যেগুলো পৌরনিগমের তালিকায় বসত বাড়ি হিসেবেই নথিভুক্ত । কিন্তু সেসব বাড়ি বসত বাড়ির কর দিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার হচ্ছে (kmc to take action against people using houses as commercial purpose)। এই ধরণের বাড়িগুলিকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি করলেন কাউন্সিলর বিশ্বরূপ দে ।

Kolkata Municipal Corporation
কলকাতা পৌরনিগম

By

Published : Jun 6, 2022, 3:05 PM IST

Updated : Jun 6, 2022, 4:13 PM IST

কলকাতা, 6 জুন : বসত বাড়ির কর দিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে বহু বাড়ি । অবিলম্বে পৌরনিগমকে এমন বাড়িগুলি চিহ্নিত করে করের চরিত্র বদলের দাবি করলেন কাউন্সিলর বিশ্বরূপ দে (kmc to take action against people using houses as commercial purpose)।

কলকাতায় অনেক বহুতল আছে যেগুলো পৌরনিগমের তালিকায় বসত বাড়ি হিসেবেই নথিভুক্ত । তবে বাস্তবে দেখা যাচ্ছে সেই সমস্ত বহুতলে এখন নামমাত্র লোকজন বসবাস করেন । সিংহভাগ অংশ কোথাও ভাগ ভাগ করে, কোথাও পুরো ফ্লোর বাণিজ্যিক কাজে ভাড়া দেওয়া হয়েছে । বড়বাজার, শিয়ালদা, পোস্তা, হাতিবাগান-সহ বহু মার্কেট এলাকা যেখানে থাকার ঘর, গুদাম হিসেবে ভাড়া দিয়ে ঘরের বা বাড়ির মালিক মোটা টাকা রোজগার করছেন । তবে বাড়ির কর বসত বাড়ির কর হিসেবেই নামমাত্র দিচ্ছেন । আবার বহু এমন বাড়ি আছে যারা সেই কর বছরের পর বছর ফেলে রেখেছেন । ফলে বাণিজ্যিক কর না দেওয়াতে ব্যাপক অঙ্কের টাকা আর্থিকভাবে ক্ষতি হচ্ছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষের ।

শুধু বড় বাড়ি নয়, বর্তমানে বহু অলিগলির ফ্ল্যাটের নিচের অংশ দোকান বা রেস্তোরাঁ হিসেবে ভাড়া দিলেও খাতায় কলমে ওই অংশ দেখা হচ্ছে বসবাসের ঘর হিসেবে নথিভুক্ত পৌরনিগমের খাতায় । এই গোটা বিষয়টি সম্প্রতি মাসিক অধিবেশনে তুলে ধরেছিলেন কলকাতা পৌরনিগমের 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে ।

আরও পড়ুন :তিন ধরনের ক্যানসারের নির্ণয়ে নিখরচায় পরিষেবা দেবে কলকাতা পৌরনিগম

তিনি দাবি করেছিলেন, বহু এমন বাড়ি আছে যারা রেসিডেন্সিয়াল কর দিলেও পুরো বাড়ি বাণিজ্যিক কাজে ব্যবহার করে । কলকাতা পৌরনিগমের তরফে সেই সব অংশে ট্রেড লাইসেন্সও দেওয়া হয়েছে । ফলে বেআইনিভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করেন । তাদের কাছে প্রয়োজনীয় ফায়ার লাইসেন্স বা পলিউশন সার্টিফিকেট নেই । কলকাতা পৌরনিগম তার প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে । তাঁর দাবি, পৌরনিগমের কর মূল্যায়ন বিভাগ এগুলো পরিদর্শন করুক ও ব্যবস্থা নিক তাতে পৌরনিগমের আয় আরও বৃদ্ধি পাবে ।

Last Updated : Jun 6, 2022, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details