কলকাতা, 6 জুন : বসত বাড়ির কর দিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে বহু বাড়ি । অবিলম্বে পৌরনিগমকে এমন বাড়িগুলি চিহ্নিত করে করের চরিত্র বদলের দাবি করলেন কাউন্সিলর বিশ্বরূপ দে (kmc to take action against people using houses as commercial purpose)।
কলকাতায় অনেক বহুতল আছে যেগুলো পৌরনিগমের তালিকায় বসত বাড়ি হিসেবেই নথিভুক্ত । তবে বাস্তবে দেখা যাচ্ছে সেই সমস্ত বহুতলে এখন নামমাত্র লোকজন বসবাস করেন । সিংহভাগ অংশ কোথাও ভাগ ভাগ করে, কোথাও পুরো ফ্লোর বাণিজ্যিক কাজে ভাড়া দেওয়া হয়েছে । বড়বাজার, শিয়ালদা, পোস্তা, হাতিবাগান-সহ বহু মার্কেট এলাকা যেখানে থাকার ঘর, গুদাম হিসেবে ভাড়া দিয়ে ঘরের বা বাড়ির মালিক মোটা টাকা রোজগার করছেন । তবে বাড়ির কর বসত বাড়ির কর হিসেবেই নামমাত্র দিচ্ছেন । আবার বহু এমন বাড়ি আছে যারা সেই কর বছরের পর বছর ফেলে রেখেছেন । ফলে বাণিজ্যিক কর না দেওয়াতে ব্যাপক অঙ্কের টাকা আর্থিকভাবে ক্ষতি হচ্ছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষের ।