কলকাতা, 6 অক্টোবর:বেআইনি ভবন তৈরি রুখতে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা কর্পোরেশন ৷ বেশ কিছুদিন ধরেই এই ধরেই এই ধরনের বেআইনি কাজে লাগাম লাগাতে চাইছিল বর্তমান বোর্ড । টক টু মেয়র অনুষ্ঠানেও বারবার উঠে এসেছে এই অভিযোগ ৷ বেআইনি নির্মাণ ঠেকাতে এবার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের শোকজ তথা সাসপেনশনের পথে হাঁটল কলকাতা কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট ৷
এর আগে বারবার মেয়র নির্দেশ দিলেও তাতে কোনও কাজ হয়নি ৷ তাই বেআইনি নির্মাণের ক্ষেত্রে নজরদারিতে ঢিলে মনোভাবের অভিযোগে 16 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ এবং 3 জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের সাসপেন্ড করল কলকাতা কর্পোরেশন ৷ শুক্রবার বিল্ডিং বিভাগের ডিজিকে (ডিরেক্টর জেনারেল) ডেকে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "বেআইনি ভবন তৈরি শুরু হয়ে যাওয়ার পরও যদি তাঁরা না জানতে পারেন তাহলে দ্রুত পদক্ষেপ নিন ৷ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করুন অথবা সাসপেন্ড করুন ।"