কলকাতা, 21 এপ্রিল: বর্ষা এলেই কলকাতা পৌরনিগমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ডেঙ্গি, ম্যালেরিয়ার মত মশাবাহিত রোগ । কলকাতা পৌরনিগমের তরফে একাধিক ব্যবস্থা গ্রহণ করার পরও শেষ কয়েকটা বছর ডেঙ্গি-ম্যালেরিয়া মৃত্যু শূন্য হয়নি । এই অবস্থায় এবছর বর্ষা শুরুর আগেই মশাবাহিত রোগের প্রচার শুরু করছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ । আগামী 28 এপ্রিল হবে বর্ণাঢ্য পদযাত্রা। সঙ্গেই কর্পোরেশনের তরফ থেকে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই কর্মকাণ্ডের নমুনাও নাগরিকদের সামনে তুলে ধরা হবে । ভ্রাম্যমান গাড়িতে এলইডি স্ক্রিন লাগিয়ে সচেতনার প্রচার চলবে ৷
মশাবাহিত এই রোগের বাড়বাড়ন্তের কারণ হিসাবে নাগরিকদের উদাসীনতাকেই দায়ী করে আসছে পৌর কর্তৃপক্ষ । তবে মশাবাহিত রোগের পরিস্থিতির অবনতি হলে পৌরকর্তাদের বিরুদ্ধে সুর ছড়ায় বিরোধীরা । কলকাতা পৌরনিগমের এই কর্মকাণ্ড ও মশাবাহিত রোগের প্রচার কীভাবে হবে সেই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ জানান, এক-এক দিন একটি করে ওয়ার্ড ঘুরবে এই গাড়ি । কীভাবে বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে হবে, মশারি ব্যবহারের গুরুত্ব বোঝানো-সহ সচেতনতামূলক প্রচার চালানো হবে । এরসঙ্গেই কিভাবে পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা, আধিকারিকেরা ডেঙ্গি নিধনে কাজ করছে তা তুলে ধরা হবে স্ক্রিনে ।