পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Charging Station for Electric Vehicle: জায়গার অভাব, নিজেদের পার্কিং লটেই চার্জিং স্টেশন বানাবে পৌরনিগম

কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) তাদের নিজস্ব পার্কিং লটে ইলেকট্রিক গাড়ির জন্য চার্জিং স্টেশন (Charging Station for Electric Vehicle in Kolkata) তৈরি করতে চলেছে ৷ কেন এই সিদ্ধান্ত নেওয়া হল ?

KMC to set up Charging Station for Electric Vehicle at their own Parking Zones
প্রতীকী ছবি

By

Published : Mar 3, 2023, 4:34 PM IST

কলকাতা, 3 মার্চ:নিজস্ব পার্কিং লটেই ইলেকট্রিক গাড়ির জন্য চার্জিং স্টেশন (Charging Station for Electric Vehicle in Kolkata) তৈরির সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ কিন্তু, কেন এই পদক্ষেপ ? তথ্য বলছে, আমাদের প্রিয় মহানগরের বাতাসে ক্রমশ বাড়ছে দূষণ ৷ পরিস্থিতি বাগে আনতে পরিবেশ আদালতের নির্দেশ মেনে নানা পদক্ষেপ করছে পৌরনিগম কর্তৃপক্ষ ৷ ডিজেল ও পেট্রলচালিত গাড়ির ধোঁয়া কমাতে সরকারি পরিবহণব্যবস্থার আওতায় ধাপে ধাপে ইলেকট্রিক বাস কিনছে তারা ৷ নাগরিকদেরও ইলেকট্রিক গাড়ি কেনার জন্য উৎসাহিত করা হচ্ছে ৷ তবে, বাস বা চারচাকা ব্যক্তিগত গাড়ি, যাই হোক না কেন, কলকাতায় রাস্তায় এগুলির জন্য কোনও চার্জিং স্টেশন নেই ৷ ফলে অনেকেই ইলেকট্রিক ব্যাটারিচালিত, পরিবেশবান্ধব গাড়ি কিনতে গিয়েও পিছিয়ে আসছেন ৷ এদিকে, ঘিঞ্জি শহরে চার্জিং স্টেশন তৈরি করার মতো জায়গাও পাওয়া যাচ্ছে না ৷ এই অবস্থায় নিজস্ব পার্কিং লটেই ই-গাড়ির চার্জিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে পৌরনিগম (KMC) ৷

বিশেষজ্ঞরা বলছেন, কলকাতার বাতাসের গুণগত মান ক্রমশ নীচে নামছে ৷ বাতাসে বাড়ছে দূষণের বিষ ! এর কারণ হিসাবে অরণ্যছেদন, কংক্রিট বর্জ্যের বাড়বাড়ন্ত-সহ একাধিক বিষয়কে তুলে ধরা হয়েছে ৷ পরিস্থিতি শোচনীয় করে তুলেছে ক্রমশ বেড়ে চলা যানবাহনের ধোঁয়া ৷ সমস্যা মোকাবিলায় শহরের নানা অংশে বৃক্ষরোপন করা হচ্ছে ৷ তবে, তাতে বিরাট কিছু পরিবর্তন হয়নি ৷ এই অবস্থায় যানবাহনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার শূন্যে নামিয়ে আনতে পারলে পরিবেশ বাঁচানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ ফলে শুধু কলকাতা নয়, বিশ্বজুড়েই ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে ৷

বেশ কয়েক বছর আগে শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের বিদ্যুৎমন্ত্রী থাকাকালীন ইলেকট্রিক গাড়ির জন্য চার্জিং স্টেশন তৈরির উদ্যোগ নিয়েছিলেন ৷ কিন্তু, জায়গা না-মেলায় সেই উদ্যোগ আর বাস্তবায়িত হয়নি ৷ এদিকে, বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এবার এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ করা জরুরি ৷ সেই কারণেই নিজস্ব পার্কিং লটে চার্জিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:বহুতলে অত্যাধুনিক কার পার্কিং, আলিপুরে 'সম্পন্ন' উদ্বোধন মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, প্রস্তাবিত চার্জিং স্টেশনগুলি তৈরি, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে ৷ প্রথম দফায় 13 পার্কিং লটে চার্জিং স্টেশন তৈরি করা হবে ৷ এর মধ্যে রয়েছে আচার্য জগদীশচন্দ্র বসু রোড, রাজা রামমোহন রায় সরনি, গার্ডেন রিচের মতো এলাকায় থাকা পার্কিং লটগুলি ৷ প্রতিটি স্টেশনে একসঙ্গে সর্বাধিক 12টি গাড়িতে চার্জ দেওয়া যাবে ৷ এর মধ্য়ে কিছু চার্জার হবে উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং কিছু চার্জার থাকবে নিম্ন ক্ষমতাসম্পন্ন ৷ বাস থেকে শুরু করে চারচাকার ব্যক্তিগত গাড়ি, সবকিছুতেই চার্জ দেওয়া যাবে ৷ স্থির হয়েছে, প্রথম 5 বছর সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা চার্জিং স্টেশন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে ৷ বদলে কলকাতা পৌরনিগমকে আয়ের একটি অংশ দেবে তারা ৷

ABOUT THE AUTHOR

...view details