কলকাতা, 6 অগস্ট: সোমবার থেকে কলকাতা পৌরনিগম এলাকায় শুরু হচ্ছে টিকাকরণ সংক্রান্ত বিশেষ কর্মসূচি ৷ যার নাম মিশন ইন্দ্রধনুষ 5.0 । এই কর্মসূচিতে নবজাতক থেকে 5 বছর পর্যন্ত শিশু এবং অন্তঃসত্ত্বাদের টিকাকরণ করা হবে ৷ যাদের নিয়মিত টিকাকরণ মাঝপথে কোনও কারণে বন্ধ হয়ে গিয়েছে ৷ অথবা জন্মের পর থেকে টিকাকরণের আওতায় আসেইনি ৷ এমনকী অন্তঃসত্ত্বা মা যারা টিকা পাননি তাদেরও চিন্তিত করে টিকাকরণ করা হবে বলে জানা গিয়েছে ।
সূত্রের খবর, তিন দফায় এই কর্মসূচি হবে । প্রথম দফা চলবে 7 থেকে 12 অগস্ট । দ্বিতীয় দফা চলবে 11 থেকে 16 সেপ্টেম্বর । তৃতীয় দফা চলবে 9 থেকে 14 অক্টোবর । কলকাতা কর্পোরেশনের এক স্বাস্থ্য কর্তা জানান, এই অভিযান তিন দফায় চলবে । প্রথম দফা শুরু হচ্ছে সোমবার থেকে । স্বাস্থ্য কর্মীরা ব্যাপক প্রচার চালাচ্ছেন । এমনকী টিকাকরণের বাইরে থাকা শিশু ও সন্তানসম্ভবাদের খোঁজ করে তাদের ফের এই মিশন ইন্দ্রধনুষের আওতায় টিকাকরণ করা হবে ।
মিশন ইন্দ্রধনুষ হল একটি পর্ব ভিত্তিক টিকাকরণ অভিযান । যা 2014 ডিসেম্বর থেকে দেশজুড়ে শুরু হয়েছিল । এর অন্যতম উদ্দেশ্য, নিয়মিত টিকাকরণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা । দীর্ঘ 9 বছর ধরে এই কর্মকাণ্ড চলে আসছে । 2017 সালে এই অভিযানের মাধ্যমে নগর এলাকাগুলিতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে ।