কলকাতা, 4 জানুয়ারি: বর্ষা এলেই ভাসে কলকাতা । শাসক বিরোধী তরজায় সরগরম হয় রাজনীতি । দুর্ভোগের শিকার হন নগরবাসী । এবার নতুন বছরের শুরুতেই নগরবাসীর হয়রানি কমাতে তৎপর হল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) । পামার বাজার পাম্পিং স্টেশনের বর্তমান কার্যক্ষমতা বাড়িয়ে করা হচ্ছে দ্বিগুণ । বসানো হবে নতুন পাম্পও । করা হবে নতুন সাম্প । এর ফলে বিপুল এলাকার জল দ্রুত নিষ্কাশন করা যাবে আরও কম সময়ে । এমনটাই মনে করছে পৌরনিগম । সবমিলিয়ে জমা জলের ভোগান্তি কমবে শহরবাসীর ।
শ্যামবাজার থেকে শুরু করে এপিসি রোড, এজেসি বসু রোড হয়ে শিয়ালদা এবং মৌলালির বিস্তীর্ণ এলাকার বর্ষার জল নিষ্কাশন হয় এই ব্রিটিশ আমলের পামার বাজার পাম্পিং স্টেশন (Palmars Bridge Pumping Station) থেকে । কলকাতার বড় পাম্পিং স্টেশনগুলির মধ্যে এটি অন্যতম । তবে সময়ের সঙ্গেই এলাকা বেড়েছে । তবে জল ধারণ ক্ষমতা বা নিষ্কাশন ক্ষমতা একই রয়ে গিয়েছে । ফলে সব কটি পাম্প চালু থাকার পরেও বিস্তীর্ণ এলাকা দীর্ঘ সময় থাকে জলের তলায় ।
এদিকে ব্রিটিশ আমল থেকে টানা চলে আসার ফলে পাম্পের কার্য ক্ষমতা অনেক কমেছে । তাই সমস্ত বিষয় মাথায় রেখেই এই পাম্পিং স্টেশনের কার্যক্ষমতা দ্বিগুণ করে ফেলার পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগমের (KMC) নিকাশি বিভাগ । খুব দ্রুত নির্দিষ্ট প্রকল্প রিপোর্ট তৈরি করতে চলেছে আধিকারিকরা, বলেই সূত্রের খবর ।