কলকাতা, 25 অক্টোবর:দূষণ নিয়ে নাজেহাল গোটা দেশ । তার মধ্যেই বায়ু দূষণের সূচক এমনই উর্ধ্বমুখী যে, দূষণে দেশের শীর্ষ স্থানে থাকে কলকাতার নাম । বায়ু দূষণ ঠেকাতে ধীরে হলেও একাধিক পদক্ষেপ করেছে কলকাতা পৌরনিগম (KMC)। তবে দূষণ লাফিয়ে বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ নির্মাণ বর্জ্য ব্যবস্থাপনার (Waste management) অভাব ! এ সম্পর্কে এতদিন কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না । কিন্তু শেষমেষ সেই দূষণ কমাতে কলকাতা পৌরনিগম গড়ে তুলছে কনস্ট্রাকশন অ্যান্ড ডিমোলাইজেশন প্ল্যান্ট (C and D Plant)। এর জন্য খরচ পড়বে কমবেশি 50 কোটি টাকা । চলতি বছরেই এই প্ল্যান্ট কাজ শুরু করতে পারবে বলে আশাবাদী পৌরকর্তারা ।
বাড়ি তৈরি অথবা বাড়ি ভাঙার সময় যে নির্মাণ বর্জ্য তৈরি হয়, তা থেকে সবচেয়ে বেশি পরিবেশ দূষণ হয়ে থাকে বলে দাবি পরিবেশবিদদের একাংশের । দূষণ নিয়ন্ত্রণ করতে নির্মাণ বর্জ্য বা বিল্ডিং ওয়েস্ট 'রিসাইক্লিং' বা পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার সিদ্ধান্ত নেয় কলকাতা পৌরনিগম । সেই উদ্দেশ্যে পাথরঘাটায় তৈরি হচ্ছে সিঅ্যান্ডডি (কনস্ট্রাকশন অ্যান্ড ডিমোলাইজেশন) প্ল্যান্ট ।