পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Identity Card of Vagabonds: ভবঘুরেদের পরিচয় পত্র প্রদানে উদ্যোগী কেএমসি, ক্যাম্প করতে চিঠি নির্বাচন কমিশনকে - ভবঘুরেদের পরিচয়পত্র

ভবঘুরেদের স্থায়ী ঠিকানা দিতে উদ্যোগী হল কেএমসি ৷ এই বিষয়ে কলকাতা কর্পোরেশন রাজ্য নির্বাচন কমিশনের জেলা নির্বাচনী আধিকারিকের কাছে ক্যাম্প করতে চিঠি দেবে বলে জানালেন ফিরহাদ হাকিম (KMC takes initiative to provide identity card for Vagabonds)।

Identity Card of Vagabonds
ভবঘুরেদের পরিচয় পত্র দেওয়ার জন্য উদ্যোগী কেএমসি

By

Published : Feb 25, 2023, 10:45 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: ভবঘুরেদের রাতে মাথা গোজার ঠাঁই করতে কলকাতার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে নাইট শেল্টার । সেখানে যারা থাকেন তাদের অনেকেই দাবি করছেন আধার কার্ড পেতে ওই ভবনের ঠিকানা ব্যবহার করার। আইনগত কারণে সেটা সম্ভব নয় বলেই দাবি মেয়র ফিরহাদ হাকিমের। এই বিষয়ে কলকাতা কর্পোরেশন রাজ্য নির্বাচন কমিশনের জেলা নির্বাচনী আধিকারিকের কাছে ক্যাম্প করতে চিঠি দেবে বলে জানালেন তিনি (KMC takes initiative to provide identity card for Vagabonds)।

কলকাতায কর্পোরেশন (Kolkata Municipal Corporation) সূত্রে খবর, সম্প্রতি একটি সমীক্ষায় ভবঘুরের সংখ্যা জানাগেছে কমবেশি 7200 জন। তবে এখন পর্যন্ত তাদের জন্য যে পরিমাণ রাত্রিবাস তৈরি করা হয়েছে তাতে মাত্র 650 থেকে 700 জন থাকতে পারেন। তৈরি হচ্ছে আর কয়েকটি। এদিন কলকাতা কর্পোরেশনের 83 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর কুমার মুখোপাধ্যায় বলেন, "এলাকায় নব্বইয়ের দশকে একটি ছয়তলা বাড়ি হয়েছিল সরকারিভাবে। সেখানে দু'টো তলা নিয়ে তৈরি হয়েছে ভবঘুরের মাথা গোজার আস্তানা। তাতে যারা দীর্ঘদিন ধরে থাকেন তারা অনেকেই চাইছেন আধার কার্ড করতে। আর সেইজন্য দরকার একটি ঠিকানা। এই শেল্টার ঠিকানা যাতে তারা ব্যয়ভার করতে পারেন তাই আবেদন করেছেন।"

আরও পড়ুন:বাজেটের দিন ঘোষণার পর ডিএ দিতে বিজ্ঞপ্তি জারি নবান্নের

প্রবীর কুমার মুখোপাধ্যায় প্রশ্ন করেন কাউন্সিলর হিসেবে কি আমরা সেই শংসাপত্র দিতে পারি ? উত্তরে মেয়র ফিরহাদ হাকিম জানান, বেশিরভাগ সময় নির্বাচনী আধিকারিকরা নাম তোলেন তালিকায়। বহুক্ষেত্রে নাম তোলার পর ছবি তোলার কাজটা করে না। আমরা চেষ্টা করছি এই সমস্ত নাইট শেল্টার থাকা ভবঘুরের জন্য একটা শিবির করার। নির্বাচন কমিশন নিয়ম করেছে ফুটপাথে থাকলেও তারা যে ভারতের নাগরিক, তার পরিচয় পত্র থাকবে। আমরা বিষয়টা দেখে নেব ৷ নাইট শেল্টার থাকলে সেখানকার ঠিকানা দেব, আর ফুটপাথে থাকলে সেই রাস্তার। উল্লেখ্য, কিছুদিন আগেই রাতের ফুটপাতে করা থাকছেন, তাদের পরিচয় কি সেটা জানার জন্য পুলিশকে আবেদন করবেন বলে জানিয়েছিলেন কলকাতার মহানাগরিক।

ABOUT THE AUTHOR

...view details