কলকাতা, 24 এপ্রিল: বিরোধীদের স্মারকলিপির কয়েক ঘণ্টার মধ্যেই মেয়র পারিষদ বৈঠকে ট্রেড লাইসেন্স সংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তন করল কলকাতা কর্পোরেশন ৷ সোমবার সকালে বিজেপির তিন পৌর প্রতিনিধি কলকাতা কর্পোরেশনের কমিশনারের সঙ্গে দেখা করেন ৷ সেখানে লাগাম ছাড়া বর্ধিত ট্রেড লাইসেন্স ফি-র বিরুদ্ধে স্মারকলিপি জমা দিয়েছিলেন ৷ ব্যবস্থা না নেওয়া হলে তাহলে আগামী মাসিক অধিবেশন স্তব্ধ করে দেওয়া ও অনশনের হুমকি দেন তাঁরা ৷ এ দিন বৈঠক শেষে মেয়র ফিরহাদ হাকিম বর্ধিত ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন ৷ যদিও, বিজেপি কীসের স্মারকলিপি দিয়েছে ? তা তাঁর জানা নেই বলেই দাবি করলেন মেয়র ৷
ফিরহাদ হাকিম সাংবাদিক সম্মেলন করে জানান, ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিষয়ে মেয়র পারিষদদের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, আইন মাফিক 2500 টাকার বেশি ট্রেড লাইসেন্স ফি নেওয়া যাবে না ৷ ছোট ব্যবসাদারদের ক্ষেত্রে 500 বর্গ ফুট পর্যন্ত জায়গায় ট্রেড লাইসেন্স ফি ছাড়া অন্য কোনও পরিষেবার খরচ লাগবে না ৷ দিতে হবে না জঞ্জাল সাফাইয়ে খরচ ৷ তবে, 500 বর্গফুটের কম জায়গায় হোটেল বা রেস্তোরাঁর ক্ষেত্রে জঞ্জাল অপসারণ বাবদ অন্যান্য পরিষেবার খরচ লাগবে ৷