পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC: জলাজমির ঠিকানা শুরু হবে 'পি' দিয়ে, নয়া ভাবনা পৌরনিগমের - নয়া ভাবনা পৌরনিগমের

পরিবেশের চোখরাঙানি উপেক্ষা করেই মহানগরের দেদার ভরাট হচ্ছে জলাশয়। দক্ষিণ কলকাতা বা সংযুক্ত এলাকা হোক বা পূর্ব কলকাতা জলা বুজিয়ে মাথা তুলছে কংক্রিট নির্মাণ। সেই ঘটনা আটকাতে ইতিমধ্যে সক্রিয় হয়েছে কলকাতা পৌরনিগম। জলাজমির বা জলাশয়ের ঠিকানা নম্বর শুরু হবে 'পি' দিয়ে ৷ এমনই নয়া ভাবনা পৌরনিগমের (KMC Take New Step to Save Environment)৷

KMC
জলাজমির ঠিকানা নম্বর শুরু হবে 'পি' দিয়ে

By

Published : Jul 31, 2022, 7:01 PM IST

Updated : Jul 31, 2022, 7:08 PM IST

কলকাতা, 31 জুলাই: পরিবেশের কথা ভেবেই জলা রক্ষায় কলকাতা পৌরনিগমের নয়া পরিকল্পনা ৷ এই সমস্ত জলাশয় বা জলা জমির ঠিকানার নম্বর শুরু হবে 'পি' দিয়ে (KMC Take New Step to Save Environment)। দ্রুত বাস্তবায়িত হবে এই পরিকল্পনা বলেই খবর পৌরনিগম সূত্রে।

এবার কারো জমি ও পুকুর বা বাড়ি এবং পুকুর একসঙ্গে থাকলেও জলাশয়ের জমি 'পি' দিয়ে আলাদা নম্বর হবে। কারণ যাতে সহজেই জলাশয়ের জমি নির্দিষ্ট রাখা যায়। কলকাতার পরিবেশ বাঁচাতে পৌরনিগমের নয়া উদ্যোগ। যখন পরিবেশ ক্রমশ প্রতিকূল রূপ নিচ্ছে তখনও শহরের বিভিন্ন অংশে পুকুর ভরাট, ঝিল ভরাটের একের পর এক অভিযোগ আসছে কলকাতা পৌরনিগমের কাছে।

টক টু মেয়র অনুষ্ঠানে প্রায় প্রতিবার একাধিক এই অভিযোগ আসে। মাসিক অধিবেশনে এই নিয়ে বিরোধীরাও কম সুর চড়ায়নি। এরপর পরিবেশ বিভাগ তৎপর হয়েছে। একাধিক জায়গায় জলা ভরাট আটকে ফের সংস্কার করতে দেখা গিয়েছে। জলাশয় চিহ্নিত করতে জিও ট্যাগ শুরু করেছে। এবার আর এক ধাপ এগিয়ে এই পদক্ষেপ নেওয়াতে খুশি পরিবেশ প্রেমীরাও।

আরও পড়ুন:অস্তিত্ব হারাতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী ঘোড়ায় টানা গাড়ি

তবে তাঁদের কথায়, যতদিন না এর বাস্তবায়ন হচ্ছে ও তার সুফল না পাওয়া যাচ্ছে তত দিন স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন না। মেয়র ফিরহাদ হাকিম এ বিষয়ে বলেন," বেআইনি ভরাটের ফলে বাড়ি জমি ও পুকুর একসঙ্গে থাকলে ক্রমশ জলাশয় কমছিল। কলকাতা পৌরনিগমের এই উদ্যোগের পর জলাশয় কমানোর প্রবণতা বন্ধ হবে।"

Last Updated : Jul 31, 2022, 7:08 PM IST

For All Latest Updates

TAGGED:

KMC

ABOUT THE AUTHOR

...view details