কলকাতা, 18 এপ্রিল :আগেই কলকাতায় সব অংশে হকারদের দোকান থেকে প্লাস্টিক ও ত্রিপল খোলার জন্য কলকাতা পুলিশকে চিঠি দিয়েছিল কলকাতা পৌরনিগম ৷ এবার সাতদিনের মধ্যে তা করার নির্দেশ দেওয়া হল ৷ সোমবার পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পৌরনিগম সূত্রে খবর (KMC take action against use of plastic in market area) ৷ এদিনের বৈঠকে হকার সংক্রান্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস কুমার ছাড়াও ছিলেন লালবাজারের ডিসি পদমর্যাদার আধিকারিক ও বিভিন্ন ব্যবসায়ী ও হকার সংগঠনের প্রতিনিধিরা ।
জানা গিয়েছে, নো পার্কিংয়ের মতোই এবার নো হকিং জোনের স্টিকার লাগানো হবে । দোকানের মাথায় প্লাস্টিক বা ত্রিপল লাগানো প্রসঙ্গে এদিনের বৈঠকে দেবাশিস কুমার জানান, সাতদিন সময় দেওয়া হচ্ছে । তার মধ্যে প্লাস্টিক না সরালে পুলিশের সহায়তায় কলকাতা পৌরনিগমের কর্মীরা অভিযান চালিয়ে সেগুলি খুলে দেবে । নির্দিষ্ট করে দেওয়া হকিং জোন ছাড়া কাউকে কোনও জায়গায় হকারি করতে দেওয়া যাবে না । ভেন্ডিং এবং নো ভেন্ডিং জোন করা হবে । পুরো বিষয়টি পুলিশকে খতিয়ে দেখতে বলা হয়েছে ।