পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Suspended Security Guards: ডিএ আন্দোলনের মঞ্চ তৈরির সরঞ্জাম ঢুকতে দিয়ে সাসপেন্ড 3 নিরাপত্তারক্ষী - KMC

অনুমতি ছাড়া ডিএ আন্দোলনের মঞ্চ তৈরির সামগ্রী প্রবেশ করতে দেওয়ায় সাসপেন্ড করা হয়েছে কলকাতা পৌরনিগমের ঠিকা সংস্থার 3 নিরাপত্তারক্ষীকে (KMC Suspended Security Guards) ৷ সাসপেন্ড করার প্রক্রিয়াটি মৌখিকভাবেই সারা হয়েছে বলে খবর ।

KMC Suspended Security Guards ETV BHARAT
KMC Suspended Security Guards

By

Published : Mar 2, 2023, 7:45 AM IST

কলকাতা, 2 মার্চ: বকেয়া ডিএ মেটানোর দাবিতে কলকাতা পৌরনিগমে আন্দোলনের ঝাঁঝ বাড়ছে দিনে দিনে ৷ পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে কর্তৃপক্ষের হুঁশিয়ারিও ৷ সম্প্রতি কেন্দ্রীয় ভবনেই বাম কর্মচারী সংগঠন মঞ্চ বেঁধে বকেয়া ডিএ মেটানোর দাবিতে অবস্থান বিক্ষোভ দেখায় (DA Agitation) ৷ সেই মঞ্চ তৈরিতে ব্যবহৃত বাঁশ, ত্রিপল থেকে শুরু করে দড়ি অনুমতি ছাড়া কীভাবে পৌরভবনে ঢুকল? এই প্রশ্ন তুলে ঠিকা সংস্থার 3 নিরাপত্তারক্ষীকে মৌখিকভাবে সাসপেন্ড করেছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ (KMC Suspends 3 Security Guards) ৷

যদিও, ইতিমধ্যেই একজনের সাসপেনশন তুলে নেওয়া হয়েছে ৷ কিন্তু, এখনও দুই নিরাপত্তারক্ষীর সাসপেন্ড রয়েছেন বলেই জানা গেছে কলকাতা পৌরনিগম সূত্রে ৷ রাজ্য সরকারি কর্মীদের বেশ কিছু সংগঠন প্রকাশ্যেই সরকারের বিরুদ্ধে ডিএ আদায়ের লড়াই চালাচ্ছে ৷ তার রেশ ধরেই কর্মবিরতি থেকে বিক্ষোভ অবস্থান, মিছিল ও সভায় সরগরম কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবন ৷

বেশ কিছুদিন আগে ডিএ-সহ একাধিক দাবিতে মিছিল ও অবস্থান বিক্ষোভ করেছিল পৌরনিগমের বাম কর্মচারী সংগঠন ৷ সেই সময় ডেপুটি-মেয়র অতীন ঘোষ আন্দোলকারীদের ডেকে তাঁদের সঙ্গে আলোচনা করেন ৷ তিনি কর্মীদের দাবিকে নৈতিক সমর্থন জানান ৷ পাশাপশি বিষয়গুলি মেয়রকে জানাবেন বলেও আশ্বাস দিয়েছিলেন ৷ তবে, তার পর বেশ কয়েক মাস কেটে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি কর্মীদের । এরপরই পৌরনিগমের কর্মীরা কর্মবিরতি থেকে শুরু করে দু’দিনের অবস্থান-বিক্ষোভে সামিল হন ৷ পৌরনিগমের কেন্দ্রীয় ভবনের বাইরে বাঁশ, ত্রিপল দিয়ে মঞ্চ বেঁধে শুরু হয় অবস্থান-বিক্ষোভ ৷

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, অবস্থান মঞ্চ তৈরির জেরেই এবার ঠিকা সংস্থার 3 নিরাপত্তারক্ষীকে মৌখিকভাবে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছে ৷ তাঁদের মধ্যে একজনকে কাজে ফেরানো হলেও, এখন পর্যন্ত দু’জন নিরাপত্তারক্ষী সাসপেন্ড রয়েছেন ৷ এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ওই অবস্থান বিক্ষোভের কোনও অনুমতি কেএমসির তরফে দেওয়া হয়নি ৷ তাই মঞ্চ বাঁধার বাঁশ, ত্রিপল ঢোকার সময় কেন কোনও কিছু জানতে চাওয়া হল না ? কাজে গাফিলতির জেরেই এই নির্দেশ বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷

আরও পড়ুন:বকেয়া ডিএ মেটানোর দাবিতে অফিসে কর্মবিরতি, আন্দোলন যৌথ মঞ্চে

তবে, সাসপেন্ড থাকা দু’জনকে কাজে কবে ফেরানো হবে ? তা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷ এই ঘটনায় বিভিন্ন সরকারি কর্মী সংগঠনের প্রশ্ন, গেটে একাধিক পুলিশ কর্মী থাকেন ৷ তাঁদের তাহলে একই অপরাধে কেন শোকজ করা হল না ? ঠিকা কর্মীদের উপর এইভাবে কোপ দেওয়া হচ্ছে কেন ? এই প্রশ্নের জবার অবশ্য পৌরনিগম সূত্রে পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details