কলকাতা, 3 নভেম্বর:পুজো মিটেছে , অথচ এখনও পুজোর হোর্ডিংয়ে মুখ ঢেকে আছে তিলোত্তমা ৷ উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড় সংলগ্ন শহরের একাধিক এলাকা বড় বড় হোর্ডিং, ব্যানারে ছেয়ে গিয়েছে । একই ছবি দক্ষিণ কলকাতার এস পি মুখার্জি রোডেরও । সেখানেও ডিভাইডারের মাঝে বাঁশের কাঠামোর উপর বিরাট বিরাট হোর্ডিং পড়ে রয়েছে ৷ সমস্যায় পড়ছেন গাড়ি চালক থেকে পথচারী সকলেই ৷ এদিকে বিজয়া, লক্ষ্মীপুজো কেটে দীপাবলি আসতে চলল। এখনও হুশ নেই বিজ্ঞাপন সংস্থা থেকে বেশ কিছু পুজো কমিটির । এবার বিজ্ঞাপন খুলতে উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম ৷ নিজেদের উদ্যোগে হোর্ডিং খুলে সেই বিল সংশ্লিষ্ট সংস্থাকে পাঠানো হবে ৷
বারেবারে দৃশ্য দূষণ নিয়ে সরব হন পরিবেশ কর্মীরা। বিজ্ঞাপনের হোর্ডিং লাগানো থেকে খোলা নিয়ে নয়া নীতি গ্রহণ করেছে কলকাতা কর্পোরেশন বিজ্ঞাপন বিভাগ । তবে সে সব নিয়ম নীতির কোনও তোয়াক্কা করছে না কিছু বিজ্ঞাপন সংস্থা ও পুজো কমিটি । তাই দুর্গা পুজো মিটে গেলেও তেমনই পড়ে রয়েছে হোর্ডিং, ব্যানার থেকে ওভারহেড গেট । সেগুলি খুলে ফেলতে কলকাতা কর্পোরেশনের তরফে পৌর কমিশনার বিনোদ কুমার নোটিশ দিয়েছেন সমস্ত বিজ্ঞাপন সংস্থাগুলোকে। নোটিশ পেয়েও হেলদোল নেই। আজ শুক্রবার ব্যানার, হোর্ডিং শেষ দিন থাকলেও, অধিকাংশ জায়গায় কোনও কাজ হয়নি।