পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Municipal Corporation: খোলা হয়নি পুজোর হোর্ডিং-ব্যানার, রাতেই শুরু পৌর অভিযান; হবে জরিমানাও - kmc

খোলা হয়নি পুজোর হোর্ডিং, ব্যানার ৷ আজ রাতেই শুরু হবে পৌর অভিযান ৷ যেসব জায়গায় এখনও পুজোর অস্থায়ী হোর্ডিং, ব্যানার আছে তা কলকাতা পৌরনিগম খুলে দেবে । বিজ্ঞাপন সংস্থাকে সেই খরচের বিল পাঠানো হবে ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 9:57 PM IST

কলকাতা, 3 নভেম্বর:পুজো মিটেছে , অথচ এখনও পুজোর হোর্ডিংয়ে মুখ ঢেকে আছে তিলোত্তমা ৷ উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড় সংলগ্ন শহরের একাধিক এলাকা বড় বড় হোর্ডিং, ব্যানারে ছেয়ে গিয়েছে । একই ছবি দক্ষিণ কলকাতার এস পি মুখার্জি রোডেরও । সেখানেও ডিভাইডারের মাঝে বাঁশের কাঠামোর উপর বিরাট বিরাট হোর্ডিং পড়ে রয়েছে ৷ সমস্যায় পড়ছেন গাড়ি চালক থেকে পথচারী সকলেই ৷ এদিকে বিজয়া, লক্ষ্মীপুজো কেটে দীপাবলি আসতে চলল। এখনও হুশ নেই বিজ্ঞাপন সংস্থা থেকে বেশ কিছু পুজো কমিটির । এবার বিজ্ঞাপন খুলতে উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম ৷ নিজেদের উদ্যোগে হোর্ডিং খুলে সেই বিল সংশ্লিষ্ট সংস্থাকে পাঠানো হবে ৷

বারেবারে দৃশ্য দূষণ নিয়ে সরব হন পরিবেশ কর্মীরা। বিজ্ঞাপনের হোর্ডিং লাগানো থেকে খোলা নিয়ে নয়া নীতি গ্রহণ করেছে কলকাতা কর্পোরেশন বিজ্ঞাপন বিভাগ । তবে সে সব নিয়ম নীতির কোনও তোয়াক্কা করছে না কিছু বিজ্ঞাপন সংস্থা ও পুজো কমিটি । তাই দুর্গা পুজো মিটে গেলেও তেমনই পড়ে রয়েছে হোর্ডিং, ব্যানার থেকে ওভারহেড গেট । সেগুলি খুলে ফেলতে কলকাতা কর্পোরেশনের তরফে পৌর কমিশনার বিনোদ কুমার নোটিশ দিয়েছেন সমস্ত বিজ্ঞাপন সংস্থাগুলোকে। নোটিশ পেয়েও হেলদোল নেই। আজ শুক্রবার ব্যানার, হোর্ডিং শেষ দিন থাকলেও, অধিকাংশ জায়গায় কোনও কাজ হয়নি।

আরও পড়ুন: কর ফাঁকির বিরুদ্ধে কড়া পৌরনিগম, খেলাপির সম্পত্তি নিলামে 19 কোটি কোষাগারে!

এক আধিকারিক বলেন, "আজ থেকে শহরজুড়ে অভিযান শুরু করবে কলকাতা পৌরমিগম । যেসব জায়গায় এখনও পুজোর অস্থায়ী হোর্ডিং, ব্যানার আছে তা কলকাতা পৌরনিগম খুলে দেবে । বিজ্ঞাপন সংস্থাকে সেই খরচের বিল পাঠাবে ।" মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, দুর্গা পুজো উপলক্ষে লাগানো হোর্ডিং, ব্যানার খুলে ফেলার নোটিশ দেওয়া হয়েছে । তা না করলে কমিটিকে এগুলো খোলার খরচের বিল পাঠানো হবে ।পাশাপাশি কালীপুজোর আগেই রাস্তার গর্ত বুজিয়ে দেওয়ার কথা বলেন ৷

ABOUT THE AUTHOR

...view details