কলকাতা, 1 মে: বর্ষার মরশুমে কলকাতা পৌরনিগমের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় শহরের শতাব্দী প্রাচীন জরাজীর্ণ বাড়িগুলি ৷ লাগাতার বৃষ্টির জেরে বাড়ি ভেঙে একাধিকবার মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ এবার তাই বর্ষা আসার আগেই দুর্ঘটনা এড়াতে তৎপর কলকাতা পৌরনিগমের আবাসন বিভাগ ৷ সোমবার 83 নম্বর ওয়ার্ডের কালীঘাট এলাকায় একটি জীর্ণ বহুতলের বিপজ্জনক অংশ ভেঙে ফেলল পৌরনিগম ৷ বিভিন্ন ওয়ার্ডে এমন অতি বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলা হবে বলে জানিয়েছে পৌরনিগমের কর্তৃপক্ষ ৷
সামান্য ঝড়-বৃষ্টিতে কালীঘাটে রোডের ওই বহুতলের একাংশের চাঙর খসে পড়ত ৷ ফলে স্থানীয় কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা পৌরনিগমের আবাসন বিভাগের ডিমলিশন টিমকে দিয়ে আজ সকালে ধাপে ধাপে বাড়ির বিপজ্জনক অংশ ভাঙা হয়েছে ৷ স্থানীয় কাউন্সিলর জানান, বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলা হয়েছে ৷ ভাড়াটিয়া রাজি হলেও মালিক রাজি নন পুরো বাড়ি ভাঙতে ৷ জানা গিয়েছে বাড়িটিকে নিয়ে আদালতে মামলা চলছে ৷ কিন্তু, আইন মাফিক কলকাতা পৌরনিগম তার কাজ করবে বলে জানিয়েছেন কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় ৷