পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Demolishes Dangerous Houses: বর্ষার আগে বিপজ্জনক বাড়ির অংশ ভাঙা শুরু করল কেএমসি - বর্ষার আগে বিপজ্জনক বাড়ির অংশ ভাঙা শুরু

বিপজ্জনক বাড়ির অংশ ভাঙা শুরু করল কেএমসি ৷ বর্ষায় যে বাড়িগুলি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে, সেগুলিকে আগে থাকতে ভেঙে ফেলছে কলকাতা পৌরনিগম ৷

KMC Demolishes Dangerous Houses ETV BHARAT
KMC Demolishes Dangerous Houses

By

Published : May 1, 2023, 9:58 PM IST

বর্ষার আগে বিপজ্জনক বাড়ি ভাঙছে কেএমসি

কলকাতা, 1 মে: বর্ষার মরশুমে কলকাতা পৌরনিগমের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় শহরের শতাব্দী প্রাচীন জরাজীর্ণ বাড়িগুলি ৷ লাগাতার বৃষ্টির জেরে বাড়ি ভেঙে একাধিকবার মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ এবার তাই বর্ষা আসার আগেই দুর্ঘটনা এড়াতে তৎপর কলকাতা পৌরনিগমের আবাসন বিভাগ ৷ সোমবার 83 নম্বর ওয়ার্ডের কালীঘাট এলাকায় একটি জীর্ণ বহুতলের বিপজ্জনক অংশ ভেঙে ফেলল পৌরনিগম ৷ বিভিন্ন ওয়ার্ডে এমন অতি বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলা হবে বলে জানিয়েছে পৌরনিগমের কর্তৃপক্ষ ৷

সামান্য ঝড়-বৃষ্টিতে কালীঘাটে রোডের ওই বহুতলের একাংশের চাঙর খসে পড়ত ৷ ফলে স্থানীয় কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা পৌরনিগমের আবাসন বিভাগের ডিমলিশন টিমকে দিয়ে আজ সকালে ধাপে ধাপে বাড়ির বিপজ্জনক অংশ ভাঙা হয়েছে ৷ স্থানীয় কাউন্সিলর জানান, বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলা হয়েছে ৷ ভাড়াটিয়া রাজি হলেও মালিক রাজি নন পুরো বাড়ি ভাঙতে ৷ জানা গিয়েছে বাড়িটিকে নিয়ে আদালতে মামলা চলছে ৷ কিন্তু, আইন মাফিক কলকাতা পৌরনিগম তার কাজ করবে বলে জানিয়েছেন কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় ৷

তিনি জানান, সকলে ভয় পাচ্ছেন জায়গা ছেড়ে দিলে আর তার অংশ পাওয়া যাবে না ৷ কিন্তু, সংশোধিত পৌর আইনে সেই সমস্যা হবে না ৷ ভাড়াটিয়া ও মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষা হবে ৷ কলকাতায় বিপজ্জনক বাড়ির 40-45 শতাংশ শুধুমাত্র আছে 24 নম্বর ওয়ার্ডের পাথুরিয়াঘাটা স্ট্রিট বা নিমতলা ঘাট স্ট্রিট এলাকায় ৷ বেশ কিছুদিন আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, বিপজ্জনক বাড়িগুলি তাঁদের কাছে উদ্বেগের কারণ ৷ এরপরই তিনি 412(এ) ধারায় সংশোধনী আনার সিদ্ধান্তের কথা জানান ৷

আরও পড়ুন:সকালে বিজেপির স্মারকলিপি জমা, বিকেলে ট্রেড লাইসেন্স ফি কমানোর সিদ্ধান্ত কেএমসি-র

উল্লেখ্য, শহরে 2700 টির বেশি পুরনো বাড়ি রয়েছে ৷ যার মধ্যে 150টি অতি বিপজ্জনক বাড়ি বলে আবাসন বিভাগের খাতায় চিহ্নিত করা হয়েছে ৷ বর্ষা এলেই সেগুলি ভেঙে পড়তে মর্মান্তিক ঘটনা ঘটতে পারে ৷ সেই ঘটনার এড়াতে এবার আগে থেকেই পদক্ষেপ নিচ্ছে কলকাতা পৌরনিগমের আবাসন বিভাগ ৷

ABOUT THE AUTHOR

...view details