কলকাতা, 2 নভেম্বর: টক টু মেয়রে (Talk to Mayor) প্রতিবারই সর্বোচ্চ অভিযোগের তালিকায় থাকে মিউটেশন সংক্রান্ত অভিযোগ । মেয়রের নির্দেশের পরেও বহু ক্ষেত্রেই এই সমস্যার মীমাংসা হয় না । এবার সেই মিউটেশনের ফাইল নিয়ে গড়িমসি করার অভিযোগে সম্পত্তি কর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগের তিন আধিকারিককে শো-কজ করল কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ (Kolkata Municipal Corporation) ৷
জানা গিয়েছে, প্রায় এক বছরের বেশি সময় ধরে চেষ্টা করেও মিউটেশন করতে পারেননি 58 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা । বছর ঘুরে গেলেও মিউটেশনের ফাইল আটকেই ছিল । কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে, এখন আয় বাড়ানোর দিকে নজর দিয়েছে পুর কর্তৃপক্ষ । মেয়র বারে বারে বলছেন মিউটেশন ফেলে রাখা যাবে না ৷ দরকার হলে বিভিন্ন এলাকায় শিবির করে কর মূল্যায়ন এবং মিউটেশনের কাজ করতে হবে । সেখানেই প্রশ্ন এত তৎপরতার পরেও কেন বছর ঘুরে গেলেও মিউটেশনের কাজ হচ্ছে না? এই কারণ জানতে চেয়ে ইন্সপেক্টর রবি মুর্মু ও রবীন্দ্রনাথ বারিক এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাসেসার কালেক্টর রঞ্জিত মণ্ডলকে নোটিস ধরানো হয়েছে ।