কলকাতা, 12 ডিসেম্বর: উত্তর কলকাতার বেলগাছিয়া হোক বা দক্ষিণ কলকাতার কায়স্থ পাড়া থেকে পূর্বাচল, একাধিক অভিযোগ আসছিল ৷ পরিত্যক্ত ফাঁকা জমিতে আশপাশের বাসিন্দারা প্রতিদিন ময়লা ফেলে জঞ্জালের স্তুপ বানিয়ে ফেলছেন । আর যার ফলে এসব জায়গায় হচ্ছে মশার উপদ্রব ৷ তা ঠেকাতে নিজ উদ্যোগে একাধিকবার সেই জঞ্জাল পরিষ্কার করেছে কলকাতা পৌরনিগম(KMC) । তবে তারপরে আবার যেই কে সেই অবস্থা । কোনও হুঁশ নেই, ফের লাগামহীনভাবেই জঞ্জাল ফেলছেন মানুষজন ।
এই ময়লা ফেলার প্রবণতা রুখতেই মেয়র নির্দেশ দিয়েছিলেন ৷ এমন ঘটনা যে সমস্ত জায়গায় হচ্ছে সেখানে নজরদারি করার কথা ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) বলেন । তিনি দরকারে সিসিটিভি লাগিয়ে ওইসব লোকগুলিকে চিহ্নিত করারও নির্দেশ দেন। সেইমতো এলাকাগুলিতে লাগানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। আর তাতেই ধরা পড়ল চোর, অর্থাৎ ময়লা ফেলা লোকগুলি ৷ সিসিটিভি ক্যামেরা দেখা গিয়েছে যথেচ্ছভাবে আবর্জনা ফেলছে আশেপাশের বাসিন্দারা ৷ এরপরই তাদের চিহ্নিত করে ধরানো হয়েছে জরিমানার নোটিশ । আর জরিমানার সংখ্যাটা নেহাতই কম নয়, মাস দু'য়েকের সময়কালে প্রায় 1000-1200 জনকে এই জরিমানার নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।