কলকাতা, 19 সেপ্টেম্বর: পুজোর মণ্ডপে লম্বা ভাবে বাঁধা প্রতিটি বাঁশের মাথায় দিতে হবে বালি। যাতে কোনওভাবেই বৃষ্টি হলে সেই বাঁশের মাথায় জল জমে মশা না-জন্মায়। এই মর্মে এবার কলকাতার প্রতিটি পুজো কমিটির কাছে সতর্ক বার্তা পাঠানো শুরু করল কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। পুজোর সময় ডেঙ্গির ভরা মরশুমের জেরে বাতিল করা হল ভেক্টর কন্ট্রোল কর্মীদের ছুটি। আজ, মঙ্গলবার প্রত্যেকটি বরো আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করে এমন একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের তরফে।
এই বৈঠকের নেতৃত্ব দেন ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য অতীন ঘোষ। বৈঠকে ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী ও পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাস। কর্পোরেশন সূত্রে খবর, মাসখানেক বাদেই বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর তার প্রস্তুতি এখন চলছে পুরোদমে। তিলোত্তমার প্রতি রাস্তা অলিগলিতে এখন পুজোর গন্ধ। তৈরি হচ্ছে মণ্ডপ। আর সেই মণ্ডপ নিয়েই ডেঙ্গির ভরা মরশুমে চিন্তায় কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।