কলকাতা, 3 অগস্ট: আলোচনার নিরিখে একদফা বকেয়া বিনোদন কর মিটিয়ে ছিল কেকেআর। এবার বাকি বকেয়া কর মেটাতে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে বিল বা ডিমান্ড পাঠাল পৌরনিগমের কর বিভাগ। 2 কোটি টাকা সম্প্রতি মিটিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার বাকি থাকা আরও 1 কোটি 73 লক্ষ 65 হাজার টাকার ডিমান্ড পাঠাল কর্পোরেশন। গত প্রায় 10 বছর ধরে বিনোদন কর বাবদ কলকাতা কর্পোরেশন কম-বেশি 68 লাখের বিল পাঠালেও 25 লাখ করে দিয়েই থেমে গিয়েছে কেকেআর ।
চলতি বছরে সেই বকেয়া বাড়তে বাড়তে সাড়ে 3 কোটি টাকার বেশি হয়ে যায়। এরপরেই বকেয়া নিয়ে চেপে ধরে কর্পোরেশন। তবে, চাপের ফলে কাজ হয়েছে অনেকটাই। এক দফায় প্রায় 2 কোটি টাকা মেটানো হয়েছে । কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, গত 19 মে নাইট রাইডার্স কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক হয় পৌর আধিকারিকদের। সেখানে নাইট কর্তৃপক্ষকে টাকা মেটাতে বলা হয়। এ বিষয়ে তাদের কোনও বক্তব্য থাকলে তা 15 দিনের মধ্যে জানাতে বলা হয়েছিল। সেই সময়সীমার মধ্যেই বকেয়ার অর্ধেকের বেশি টাকা মিটিয়েছিল নাইটরা। এবার আরও বাকি বকেয়া টাকা মিটিয়ে ফেলতে ডিমান্ড দিল কর্পোরেশন। কলকাতায় খেলা, সার্কাস, সামাজিক অনুষ্ঠান, বা ইভেন্টের ক্ষেত্রে বিনোদন কর বাবদ টাকা দিতে হয় কর্পোরেশনকে ।