পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Municipal Corporation: বকেয়া মোটা অঙ্কের বিনোদন কর! নাইটদের বিল পাঠাল পৌরনিগম - বকেয়া মোটা অঙ্কের বিনোদন কর

বিনোদন কর বাবদ প্রায় সাড়ে 3 কোটি বাকি থাকাতে শাহরুখের দলকে নোটিশ পাঠিয়েছিল কলকাতা কর্পোরেশন ৷ সেই নোটিশ পাওয়ার পর সম্প্রতি 2 কোটি টাকা কর মিটিয়েছে নাইট কর্তৃপক্ষ ৷ এবার বাকি বকেয়া টাকাও মিটিয়ে দিতে বলা হল।

KKR Due to KMC
নাইটদের বকেয়া বিনোদন করের বিল পাঠাল কলকাতা কর্পোরেশন

By

Published : Aug 3, 2023, 7:42 AM IST

Updated : Aug 3, 2023, 7:49 AM IST

কলকাতা, 3 অগস্ট: আলোচনার নিরিখে একদফা বকেয়া বিনোদন কর মিটিয়ে ছিল কেকেআর। এবার বাকি বকেয়া কর মেটাতে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে বিল বা ডিমান্ড পাঠাল পৌরনিগমের কর বিভাগ। 2 কোটি টাকা সম্প্রতি মিটিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার বাকি থাকা আরও 1 কোটি 73 লক্ষ 65 হাজার টাকার ডিমান্ড পাঠাল কর্পোরেশন। গত প্রায় 10 বছর ধরে বিনোদন কর বাবদ কলকাতা কর্পোরেশন কম-বেশি 68 লাখের বিল পাঠালেও 25 লাখ করে দিয়েই থেমে গিয়েছে কেকেআর ।

চলতি বছরে সেই বকেয়া বাড়তে বাড়তে সাড়ে 3 কোটি টাকার বেশি হয়ে যায়। এরপরেই বকেয়া নিয়ে চেপে ধরে কর্পোরেশন। তবে, চাপের ফলে কাজ হয়েছে অনেকটাই। এক দফায় প্রায় 2 কোটি টাকা মেটানো হয়েছে । কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, গত 19 মে নাইট রাইডার্স কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক হয় পৌর আধিকারিকদের। সেখানে নাইট কর্তৃপক্ষকে টাকা মেটাতে বলা হয়। এ বিষয়ে তাদের কোনও বক্তব্য থাকলে তা 15 দিনের মধ্যে জানাতে বলা হয়েছিল। সেই সময়সীমার মধ্যেই বকেয়ার অর্ধেকের বেশি টাকা মিটিয়েছিল নাইটরা। এবার আরও বাকি বকেয়া টাকা মিটিয়ে ফেলতে ডিমান্ড দিল কর্পোরেশন। কলকাতায় খেলা, সার্কাস, সামাজিক অনুষ্ঠান, বা ইভেন্টের ক্ষেত্রে বিনোদন কর বাবদ টাকা দিতে হয় কর্পোরেশনকে ।

আরও পড়ুন:তিন কোটি বিনোদন কর বকেয়া নাইটদের! শাহরুখের দলকে নোটিশ ধরাল কেএমসি

এই প্রসঙ্গে কর্পোরেশনের এক আধিকারিক জানান, নিয়ম মাফিক কলকাতা কর্পোরেশনের বিনোদন কর বিভাগের তরফে ডিমান্ড জেনারেট করা হয়। তাই নিয়ম মাফিক কর কর্পোরেশনকে পাঠাতে হয় ৷ কিন্তু প্রতিবার খানিকটা টাকা দিলেও একটা বড় অংশ বকেয়া ফেলে রাখত কলকাতা নাইট রাইডার্স । দীর্ঘ 10 বছরে তা বড় অঙ্ক দাঁড়ায়। সেই টাকা আদায় করতে ময়দানে নামতে হয়। আলোচনায় ডাকা হয় নাইটদের। আলোচনায় ফল মেলে কথা মতো মিটিয়ে দেয় বকেয়ার অধিকাংশ। তবে তারপরেও খানিক বকেয়া থেকে গিয়েছে সেই টাকা মেটাতে এবার ডিমান্ড পাঠানো হল। বাকিটা মিটিয়ে দিলে বকেয়া সবটাই পরিশোধ হয়ে যাবে।

আরও পড়ুন:বকেয়া সম্পত্তি কর বাবদ একলপ্তে 43 কোটি টাকা আদায় পৌরনিগমের

Last Updated : Aug 3, 2023, 7:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details