কলকাতা, 25 নভেম্বর: আপৎকালীন পরিস্থিতিতে বা আইনশৃঙ্খলা চূড়ান্ত অবনতি হলে কলকাতা ও রাজ্য পুলিশের কমব্যাট ফোর্সকে নামানো হয় ৷ এবার সেই কায়দায় কলকাতা পৌরনিগম কমব্যাট ফোর্স নামানোর পরিকল্পনা করছে পরিবেশ বাঁচানোর জন্য ৷ তবে, তাঁরা পুলিশের মতো অস্ত্র হাতে নয়, পরিবেশ দূষণের ফলে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে ৷ তার প্রতিকারের জন্য কাজ করবে ৷ এই কমব্যাট ফোর্সের সদস্যদেরও প্রশিক্ষণ দেওয়া হবে পরিবেশ রক্ষায় কীভাবে কাজ করতে হয়, তার ৷
বায়ুদূষণের নিরিখে ভারতের শহরগুলিরল মধ্যে দিল্লির পরেই অবস্থান কলকাতার ৷ আর সেই ভয়ংকর দূষণ ঠেকাতে গাছ লাগানো, গাছে জল দেওয়া, রাস্তার ধূলিকণা নিয়ন্ত্রণে জল দেওয়া-সহ নানান পদক্ষেপ নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ এ সবের সঙ্গেই পরিবেশ দূষণ রুখতে ও দূষণের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে এবার কেএমসি-র নয়া হাতিয়া কমব্যাট ফোর্স ৷
কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার শনিবার মাসিক অধিবেশনে বলেন, ‘‘বিজ্ঞান বা বাণিজ্য বিষয় স্নাতকদের এই কোর্স করানো হবে ৷ এর জন্য পরিবেশ বিজ্ঞানী, চিকিৎসকদের নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে ৷ সেই কমিটি সিলেবাস তৈরি করছে ৷ ছাপানো হচ্ছে বুকলেট ৷ এক মাসের কোর্স করানো হবে ৷ সপ্তাহে দু’দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে ৷ এই প্রশিক্ষণ শেষে দেওয়া হবে কলকাতা পৌরনিগমের তরফে একটি সার্টিফিকেট ৷ কমব্যাট ফোর্সের সদস্যরা নিজেদের এলাকায় পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ৷