পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কৃত্রিম জলাশয় তৈরি করে দুর্গা প্রতিমা নিরঞ্জনের পরিকল্পনা কলকাতা পৌরনিগমের - ফিরহাদ হাকিম

এবছর ত্রিধারা সম্মিলনী পুজো কর্তৃপক্ষ কৃত্রিম জলাশয় তৈরি করে প্রতিমা নিরঞ্জন করেছে । এবার সেই মডেলকে সামনে রেখে আগামী বছর নিরঞ্জনের বিকল্প ব্যবস্থা করতে চাইছে কলকাতা পৌরনিগম ।

kmc plans to build artificial pond for Chat Puja & Durga idol immersion from next year
kmc plans to build artificial pond for Chat Puja & Durga idol immersion from next year

By

Published : Nov 22, 2020, 8:03 AM IST

কলকাতা, 22 নভেম্বর : দূষণ রুখতে ছট পুজোয় শহরের বিভিন্ন প্রান্তে কৃত্রিম জলাশয় তৈরি করেছিল কলকাতা পৌরনিগম ও KMDA ৷ এতে একদিকে যেমন জলাশয়ের দূষণ প্রতিরোধ সম্ভব হয়েছে তেমনই কোরোনা পরিস্থিতিতে বাড়ির কাছে জলাশয় তৈরি হওয়ায় পুণ্যার্থীদের সুবিধা হয়েছে । আগামী বছরও ছটপুজোয় কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা করা হবে ৷ এর পাশাপাশি দুর্গা প্রতিমা নিরঞ্জনের জন্যও কৃত্রিম জলাশয় তৈরি করার পরিকল্পনা করছে কলকাতা পৌরনিগম । গঙ্গার অপরিশোধিত জল দিয়ে অস্থায়ী জলাধার তৈরি করে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হবে ।

এবছর কৃত্রিম জলাশয় তৈরি করে প্রতিমা নিরঞ্জন করেছে ত্রিধারা সম্মিলনী । আর তাদের মডেলকে সামনে রেখে আগামী বছর কৃত্রিম জলাশয় তৈরি করে প্রতিমা নিরঞ্জনের বিকল্প ব্যবস্থা করতে চাইছে কলকাতা পৌরনিগম । যদিও গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা থাকবে ৷ যাঁরা চাইবেন তাঁরা কৃত্রিম জলাশয়ে প্রতিমা নিরঞ্জন করতে পারবেন ৷ আর যাঁরা চাইবেন না তাঁরা গঙ্গায় নিরঞ্জন করতে পারবেন বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম ৷

দুর্গা প্রতিমা নিরঞ্জনের জন্য কৃত্রিম জলাশয় তৈরি করবে কলকাতা পৌরনিগম

তিনি জানান, প্ল্যাটফর্ম তৈরি করে তার উপর প্রতিমা রেখে অপরিশোধিত গঙ্গা জল দিয়ে গলিয়ে নিরঞ্জন করার ভাবনাচিন্তা করা হচ্ছে । কাঠামোগুলি পরে ধাপার মাঠে নিয়ে যাওয়া হবে । এই নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে । তবে গঙ্গার জলের লাইন যেখানে আছে সেখানেই এই ব্যবস্থা চালু করার সুবিধাজনক । প্রথমে উত্তর কলকাতায় এই ব্যবস্থা চালু করা হবে । দক্ষিণ কলকাতায় গঙ্গার জলের লাইন না থাকায় সেখানে প্রথমবার এই পরিকল্পনা বাস্তবায়িত করা যাবে না । এবছরের তুলনায় আগামী বছর ছটপুজোর সময় শহরে আরও বেশি সংখ্যক কৃত্রিম জলাশয় তৈরি করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details