কলকাতা, ৭ জুলাই : আগামী সাতদিন ধরে কলকাতায় শহর জুড়ে বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম । অরণ্য সপ্তাহ উপলক্ষে আগামী সাত দিনে শহরে বসানো হবে 70,000 গাছ । শহরের 144 টি ওয়ার্ডে গাছ বসানো হবে । প্রত্যেকটি ওয়ার্ডে কুড়িটি করে গাছ বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর অর্থাৎ কাউন্সিলরদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নিজেদের ওয়ার্ডে গাছ বসানোর জন্য । কলকাতা পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ও উদ্যান বিভাগের প্রধান দেবাশীষ কুমার জানিয়েছেন শহরে বেশি সংখ্যায় ফল গাছ বসানোর উপর জোর দেওয়া হয়েছে ।
ফলগাছ থাকলে পাখিরা বাসা বাঁধে পারবে নিজেদের খাদ্য সংগ্রহ করতে পারবে । পরিবেশে ভারসাম্য বজায় রাখতে প্রয়োজন ফলগাছের । এছাড়াও নিমগাছ ও দেবদারু গাছ বসানো হবে । দশ বছরের বড় গাছ মূলত বসানো হবে । ইতিমধ্যেই 20 হাজার গাছ এসে গেছে । আরও 50 হাজার গাছ আসছে । মোট 70 হাজার গাছ বসানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম । বিশেষ করে বন্দর এলাকায় বৃক্ষরোপণের উপরে নজর দেওয়া হয়েছে ।
আরও পড়ুন...নন্দীগ্রাম মামলা : 5 লাখ টাকা জরিমানা মমতার, সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ
কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন বন্দর এলাকাগুলিতে দূষণের মাত্রা বেশি । বিভিন্ন রাজ্য থেকে বড় বড় মালবাহী ট্রাকের আনাগোনা বেশি এই এলাকায় । মূলত গাছের সংখ্যা কম হওয়াতে দূষণের মাত্রা বেশি । তাই বন্দর এলাকাগুলিতে বেশি করে গাছ লাগিয়ে দূষণ নিয়ন্ত্রণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে ।
বৃক্ষরোপণ করলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম সেই সঙ্গে রেল অনুমতি দিলে রেললাইনের খালি জায়গা গুলিতেও গাছ বসানো হবে ও শহরের ফুটপাতগুলোতে গাছের সংখ্যা কম সেখানেও গাছ বসানো হবে।
আরও পড়ুন...সৌমিত্রকে মর্যাদা দেয়নি বিজেপি, তৃণমূলে দেখতে চান সুজাতা
শহরে গত বছর ঘূর্ণিঝড় আম্ফান, এবছর ঘূর্ণিঝড় যশের দাপটে অনেক গাছ ভেঙে পড়েছে । শহরের বেশ কিছু জায়গা খালি হয়ে গেছে । সেইসব এলাকাগুলিতে বেশি করে গাছ বসানো হবে ।
অরণ্য সপ্তাহ পালনে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এর পাশাপাশি এদিন তিনি জানিয়েছেন কলকাতা শহরের বাইরে ফাঁকা জায়গায় আর্বান ফরেস্ট তৈরি করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের । রাজারহাট ও নিউটাউনের ফাঁকা জায়গায় আর্বান ফরেস্ট তৈরি করা হবে । শহরের মধ্যে বেশি গাছ লাগানোর জায়গা নেই । তাই শহরের লাগোয়া এলাকাগুলিতে সবুজের সংখ্যা বাড়লে তার উপকারিতা পাবে শহরবাসী । দূষণের মাত্রা অনেকটাই কমবে মহানগরে ।