কলকাতা, 17 মে:নিয়মিত ভাবেই হত্যে দিয়ে থাকেন ঠিকাদাররা । রোজ আবেদন নিবেদনের জ্বালায় আধিকারিকদের নাভিশ্বাস ওঠার অবস্থা । কারণ এক ঠিকাদার যায় তো আরেকজনের আগমন হয় । একটাই কথা প্রত্যেকের মুখে, কবে মিলবে বকেয়া টাকা ? কিন্তু উত্তর সঠিক জানা নেই আধিকারিকদেরও । পাল্লা দিয়ে খরচ বাড়তে থাকায় বকেয়ার বহর বাড়তে বাড়তে প্রায় 1100 কোটি টাকা ছাড়িয়েছে । কোষাগার টালমাটাল ।
আর এই অবস্থায় চিন্তার ভাঁজ চওড়া হয়েছে ঠিকাদার থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের কপালে । কবে মিলবে তাঁদের প্রাপ্য । নাকি শুনেই যেতে হবে আজ নয় কাল ।
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, ভাঁড়ার টালমাটাল । ঠিকাদারদের প্রায় দু বছরের টাকা বকেয়া । আয় খানিক বাড়লেও পাল্লা দিয়ে ব্যাপক বেড়েছে ব্যয় । কর্মীদের বেতন ও পেনশন দিতে বিপুল টাকা খরচ হচ্ছে । গত বছর ঠিকাদাররা পেতেন 1200 কোটিরও বেশি টাকা । 2021 সালে এত কিছুর মধ্যেই 400 কোটি টাকা দেনা মিটিয়েছে । এখনও বাকি ছিল 800 কোটিরও বেশি টাকা । এর পর লাগাতার বেড়েছে দেনা । এখন বকেয়া 1100 কোটি টাকা । আর এর জেরে আবার অনেকের প্রাপ্ত গ্র্যাচুইটি আটকে গিয়েছে । পেনশন পাওয়াও সময়সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ।