কলকাতা, 23 এপ্রিল:ছুটির দিনেও কর্মীদের করতে হবে কাজ ৷ নিয়মিত দিতে হবে শহরের গাছগুলিতে জল ৷ এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পৌরনিগমের তরফে ৷ এরই মধ্যে কয়েক পশলা বৃষ্টি হয়েছে শহরে ৷ যার জেরে প্রখর রোদ ও তীব্র গরমের থেকে মিলেছে সাময়িক স্বস্তি । তবে হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে ফের গরম বাড়ার । তাপপ্রবাহের হাত থেকে সহজে রেহাই নেই আপাতত। এই পরিস্থিতিতে কলকাতা পৌরনিগমের কাছে বড় চ্যালেঞ্জ এখন শহরের অবশিষ্ট সবুজ রক্ষা করা। তাই যেটুকু সবুজ আছে তাকে নিয়মিত দু'বেলা জল দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে পৌরনিগমের উদ্যান বিভাগ।
সম্প্রতি এক নির্দেশিকায় বলা হয়েছে, চলতি বছরের 31 মে পর্যন্ত জলের গাড়িগুলিকে নিয়মিত কাজ করতে হবে । তাদের সব ছুটি বাতিল করা হয়েছে । ছুটির দিনেও প্রতিদিনের মত নিয়ম করে দু'বেলা জল দিতে হবে গাছে । 44 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল পারদ। দিনদু'য়েক হল তাপমাত্রা নেমেছে ৷ মিলেছে খানিক স্বস্তি । তবে ফের ঊর্ধবমুখী হবে পারদ। এর ফলে রোদে শুকোবে মাটি । তাই গাছের যাতে ক্ষতি না হয়, প্রতিদিন দিতে হবে দু'বেলা জল ।
পরিবেশ প্রেমীদের একাংশের দাবি, আমফানের মত দুর্যোগের পর কলকাতায় সবুজ তলানিতে গিয়ে ঠেকেছে ৷ যা শহরবাসীর কাছে বিপদ সংকেত । কারণ সেসময় প্রচুর পরিমাণে গাছ নষ্ট হয়ে গিয়েছে শহরে ৷ সংখ্যাটা কয়েক হাজারের কাছাকাছি ৷ তবে যে পরিমাণ গাছের ক্ষতি হয়েছিল সেই তুলনায় গাছ লাগানো হয়নি । ফলে বাতাসে দূষণ লাগামহীন । আর যত গাছ কমবে তাপমাত্রা বাড়বে ৷ সেটা আর বলার অবকাশ রাখে না । তাই এখন যেটুকু গাছ আছে শহর জুড়ে তাকে রক্ষা করতে হবে ৷ চারা গাছ বড় হচ্ছে সেটার দিকে লক্ষ্য দিতে হবে ৷ সেগুলিকেও রক্ষা করতে হবে এই গরমের আবহে ।