কলকাতা, 15 ফেব্রুয়ারি:গোটা দেশে সমস্ত রাজ্য সরকার কর্মীদের 30-35 শতাংশ ডিএ মিটিয়ে দিয়েছে (Anger over DA Hike)৷ আর এই রাজ্যে এত কিছুর পরও 3 শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা । রাজ্য সরকারি কর্মী ও স্বশাসিত সংস্থার কর্মীদের সঙ্গে ছেলেখেলা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ এমনই মত বিরোধী বাম, কংগ্রেস ও বিজপি প্রভাবিত পৌর শ্রমিক কর্মী ইউনিয়নগুলির (KMC opposition employees unions enraged)৷ তবে 3 শতাংশ ডিএ (3 percent DA hike) দেওয়াতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাল তৃণমূল প্রভাবিত পৌর ইউনিয়ন ।
ডিএ-র দাবিতে চলছে আন্দোলন । শুরু হয়েছে আমরণ অনশন । অনশনকারী একজন অসুস্থও হয়ে পড়েছেন । তবু সরকারের কোনও হেলদল না থাকায় কর্মীরা ইতিমধ্যেই হুমকি দিয়েছেন, ডিএ না পেলে আসন্ন পঞ্চায়েত ভোটে তাঁরা কাজ করবেন না ।
এমন পরিস্থিতির মধ্যেই এ দিন ছিল বিধানসভায় রাজ্য বাজেট পেশ । অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করাকালীনই ডিএ বিষয়ক ঘোষণা করেন । জানান, রাজ্যের কর্মীদের আরও 3 শতাংশ ডিএ দেওয়া হবে । সেই শুনে বিধানসভায় শাসকপন্থী একাংশের কর্মীরা আবির খেলেন । তবে রাজ্যজুড়ে কর্মীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে । ক্ষোভের আঁচ বোঝা যায় ছোট লাল বাড়ি অর্থাৎ কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় ভবনেও ।
এ দিন কলকাতা পৌরনিগমের বামপন্থী শ্রমিক ও কর্মী সংগঠনের নেতা অনুতোষ সরকার জানান, প্রথমে ডিএ সম্পূর্ণ অস্বীকার করেছিল ৷ সরকার বলেছিল, কর্মীরা ডিএ পাওয়ার যোগ্য নয় । পরে সরকার বলে, সব ডিএ দেওয়া হয়ে গিয়েছে । এখন 3 শতাংশের ঘোষণা । রাজ্য সরকারি কর্মী, স্বশাসিত সংস্থার কর্মী, শিক্ষক - এঁদের নিয়ে ছেলেখেলা করছে । এই সরকার দেউলিয়া হয়ে গিয়েছে ৷ এতে সমস্যা সমাধান হওয়ার জায়গা নেই । এই আন্দোলন আরও তীব্র হবে । পুরো পাওনা দিতে হবে ।