কলকাতা, 24 মার্চ : জয়হিন্দ প্রকল্পে একাধিক মেরামতির কাজ হওয়ার কারণে জল সরবরাহ বন্ধ শহরের বিভিন্ন জায়গায় । আগামী শনিবার 26 মার্চ এয়ার ভালবের একাধিক ছিদ্র মেরামত করা হবে । তাই এই জল প্রকল্পের আওতায় থাকা এলাকাগুলিতে পানীয় জল সরবরাহ বিঘ্নিত হবে । কলকাতা পৌরনিগমের তরফে একটি নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে (KMC notice over normal water supply not available in East and South Kolkata) ।
পৌরনিগমের নির্দেশিকায় বলা হয়েছে, 26 মার্চ সকাল থেকে জল সরবরাহ বন্ধ থাকবে । 27 মার্চ থেকে জল সরবরাহ আবার স্বাভাবিক হবে । এই জলপ্রকল্প থেকে জিজে খান বুস্টার পাম্পিং স্টেশন, মুকুন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, আনন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, পাটুলি বুস্টার পাম্পিং স্টেশন, তেলিপাড়া বুস্টার পাম্পিং স্টেশন, সিএন রায় রোড বুস্টার পাম্পিং স্টেশন, জিএস বুস্টার পাম্পিং স্টেশন এবং একাধিক ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশনের পানীয় জল সরবরাহ হয় ।