কলকাতা, 22 ফেব্রুয়ারি: শহিদ মিনার ময়দান থেকে ডিএ আন্দোলনের আঁচ এবার কলকাতা কর্পোরেশনের অভ্যন্তরেও (mayor Firhad Hakim warns workers) । বেকেয়া ডিএ মেটানো-সহ আরও একাধিক দাবিতে কলকাতা কর্পোরেশনের কর্মচারীরা এবার দু’দিনব্যাপী অবস্থান বিক্ষোভের পথে যাচ্ছেন । আগামী 23 ও 24 ফেব্রুয়ারি এই দু’দিন তারা অবস্থানে শামিল হওয়ায় পৌর পরিষেবায় প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে । এই অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ প্রভাবিত কেএমসি ক্লার্কস ইউনিয়ন।
ডিএ ইস্যুতে যেন এবার সরকারের সঙ্গে সম্মুখ সংঘাতে কর্মীরা । ইতিমধ্যেই শহিদ মিনার ময়দানে টানা অনশন অবস্থান চলছে । চলছে কর্মবিরতিও । কর্মবিরতি ঠেকাতে সরকার নির্দেশিকা জারি করলেও তোয়াক্কা করেননি আন্দোলনকারীরা । উলটে ডিএ না-পেলে পঞ্চায়েত ভোটে কাজ করবে না বলেও জানিয়েছেন তাঁরা । যদিও তারপর 3 শতাংশ ডিএ ঘোষণা করলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি ।
এবার সেই আঁচ এসে পড়ল কলকাতা ছোট লাল বাড়িতে। কর্মীরা আগামী দু’দিন লাগাতার অবস্থান বিক্ষোভে শামিল হবেন। শুধু ডিএ নয়, আছে রাজ্য সরকারি কর্মীদের মত স্বাস্থ্য বীমার দাবিও । গ্র্যাচুইটি, পেনশন দেওয়ার মত বেশ কিছু দাবিও করেছেন তাঁরা ৷ এছড়াও রয়েছে শূন্য পদে নিয়োগের বিষয়টিও তুলে ধরা হয়েছে।