কলকাতা, 29 সেপ্টেম্বর: করোনাকালে সংক্রমণ রুখতে তৈরি হয়েছিল কনটেনমেন্ট জোন ৷ সেই ধাঁচে এবার ডেঙ্গিকে চিহ্নিত করতে স্পর্শকাতর রাস্তার তালিকা করল পৌরনিগম ৷ শহরের ডেঙ্গি পরিস্থিতিতে স্পর্শকাতর এমন 37টি ওয়ার্ডের মোট 92টি রাস্তা স্পর্শকাতর বলে তালিকাভুক্ত হয়েছে ৷ এক আধিকারিক জানান, একই এলাকা বা রাস্তা থেকে মাসখানেকের বেশি সময় ধরে একাধিক ডেঙ্গি আক্রান্তের খবর পেলে তবেই সেই রাস্তাকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হচ্ছে ৷
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, স্পর্শকাতর ওই 37টি ওয়ার্ড হল- 3, 4, 6, 14, 66, 67, 68, 73, 74, 81, 85, 86, 90, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 102, 103, 105, 107, 108, 109, 111, 112, 115, 116, 117, 118, 121, 129, 131 ৷
এই তালিকায় মধ্যে আছে 9টি ওয়ার্ড নতুন ৷ সেখানে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ ৷ কোনও এলাকায় টানা মাসখানেক সময় ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে এমন এলাকাকেই বা রাস্তাকে স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে ৷ এই সব রাস্তাগুলির অধিকাংশই দক্ষিণ কলকাতার বলেই জানা গিয়েছে ৷