পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

LBS Protest at KMC: মেয়রের মন্তব্যে সম্মানহানি ! প্রতিবাদে দিনভর পেন-ডাউন এলবিএসদের - পেন ডাউন রাখলেন কলকাতা পৌরনিগমের এলবিএসরা

KMC LBSs Pen Down in Protest Against Mayor Firhad Hakim: তাঁরা নাগরিকদের লুঠছেন ৷ মেয়রের এই মন্তব্যের প্রতিবাদে পেন-ডাউন করলেন কলকাতা পৌরনিগমে এলবিএসরা ৷ অভিযোগ মেয়র তাঁদের সম্মানহানি করেছেন ৷

LBS Protest at KMC ETV BHARAT
LBS Protest at KMC

By

Published : Aug 21, 2023, 6:01 PM IST

মেয়রের বিরুদ্ধে প্রতিবাদে পেন-ডাউন করলেন কলকাতা পৌরনিগমে এলবিএসরা

কলকাতা, 21 অগস্ট: কলকাতা পৌরনিগমের মেয়র তাঁদের সম্মানহানি করেছেন ৷ এই অভিযোগ আজ দিনভর পেন-ডাউন রাখলেন কলকাতা পৌরনিগমের এলবিএসরা (লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার) ৷ রবিবার টক-টু মেয়রে এক নাগরকি এলবিএস- (লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার) এর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে মেয়র মন্তব্য করেছিলেন, "এলবিএসরা (লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার) লোক ধরে মুরগি করছেন ৷ সারা বছর কাজ পান না ৷ একটা কাজ পেলে এক বছরের টাকা তুলে নেয় ৷ 500-1000 টাকায় এই কাজ হয়ে যায় ৷ কী হাতি-ঘোড়া আছে ড্রইং করায় ৷" মেয়রের এই মন্তব্য শুধু তাঁদের সম্মানহানি করেছে বলে অভিযোগ করেছেন এলবিএসরা (লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার) ৷ তাই মেয়রকে এর জন্য ক্ষমা চাইতে হবে, বলে দাবি তুলেছেন তাঁরা ৷

এলবিএসদের অভিযোগ মেয়রের এই মন্তব্যে, তাঁদের সম্পর্কে সাধারণ নাগরিকদের কাছে ভুল বার্তা গেছে ৷ তাই এর প্রতিবাদে আজ দিনভর কলকাতা পৌরনিগমের এলবিএসরা পেন-ডাউনে শামিল হয়েছে বলে জানায় এলবিএস অ্যাসোসিয়েশন ৷ পাশাপশি ফিরহাদ হাকিমকে এই মন্তব্যের জেরে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছে সংগঠনের নেতৃত্ব ৷ এর সঙ্গেই তাঁরা কলকাতা পৌরনিগমে বিক্ষোভ দেখালেন ৷ এই ইস্যুতে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দেওয়ার কথাও জানায় ৷ এলবিএসদের এই কর্মবিরতিতে কলকাতা পৈরনিগমের বিল্ডিং বিভাগের কাজে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

এলবিএস (লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার) অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস মজুমদার বলেন, ‘‘আমরা যারা কলকাতা পৌরনিগমের তালিকাভুক্ত, তাঁরা প্রত্যেকে শিক্ষিত ইঞ্জিনিয়র ৷ নিজেদের যোগ্যতায় কাজ করছি ৷ কেন্দ্রের আইন আছে এই পেশায় আমরা আমীদের পারিশ্রমিক নেব ৷ আইনজীবীরা নিজেদের মতো টাকা নেন তেমনই আমরাও ৷ আর বিপুল খরচ লাগে, এর মূল কারণ কলকাতা পৌরনিগম তাদের রেভিনিউ বাড়িয়েছে ৷ প্রতি বর্গফুট অনুমোদনের জন্য যে নির্ধারিত মূল্য রয়েছে, সেটা বাড়ানো হয়েছে ৷ আরও একাধিক অনুমতি নিতে হয় ৷ ফলে উনি যা বলেছেন, তাতে সম্মানহানি হয়েছে আমাদের ৷ আর একজন মেয়রের এমন মন্তব্যে নাগরিকদের মনে আমদের সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে ৷ তাই এই প্রতিবাদ ৷ আমরা এর শেষ দেখে ছাড়ব ৷’’

আরও পড়ুন:নকশা অনুমোদনে এলবিএসদের 'তোলাবাজি', অভিযোগ পেলেও সমাধান জানা নেই ফিরহাদের !

টক-টু মেয়র অনুষ্ঠানে এক নাগরিক বাড়ির নকশার অনুমোদন সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন ৷ তিনি প্রশ্ন করেছিলেন নকশা অনুমোদনে কত খরচ হয় ? মেয়র জানিয়েছিলেন, 500-1000 টাকায় অনলাইনে হয়ে যায় ৷ এর পরেই ওই নাগরিক অভিযোগ করেন, তাঁর কাছ থেকে নকশা অনুমোদনের জন্য এক এলবিএস 18 হাজার টাকা চেয়েছেন ৷ এই শুনে মেয়র ক্ষোভপ্রকাশ করেন এলবিএসদের বিরুদ্ধে ৷

ABOUT THE AUTHOR

...view details