কলকাতা, 21 অগস্ট: কলকাতা পৌরনিগমের মেয়র তাঁদের সম্মানহানি করেছেন ৷ এই অভিযোগ আজ দিনভর পেন-ডাউন রাখলেন কলকাতা পৌরনিগমের এলবিএসরা (লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার) ৷ রবিবার টক-টু মেয়রে এক নাগরকি এলবিএস- (লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার) এর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে মেয়র মন্তব্য করেছিলেন, "এলবিএসরা (লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার) লোক ধরে মুরগি করছেন ৷ সারা বছর কাজ পান না ৷ একটা কাজ পেলে এক বছরের টাকা তুলে নেয় ৷ 500-1000 টাকায় এই কাজ হয়ে যায় ৷ কী হাতি-ঘোড়া আছে ড্রইং করায় ৷" মেয়রের এই মন্তব্য শুধু তাঁদের সম্মানহানি করেছে বলে অভিযোগ করেছেন এলবিএসরা (লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার) ৷ তাই মেয়রকে এর জন্য ক্ষমা চাইতে হবে, বলে দাবি তুলেছেন তাঁরা ৷
এলবিএসদের অভিযোগ মেয়রের এই মন্তব্যে, তাঁদের সম্পর্কে সাধারণ নাগরিকদের কাছে ভুল বার্তা গেছে ৷ তাই এর প্রতিবাদে আজ দিনভর কলকাতা পৌরনিগমের এলবিএসরা পেন-ডাউনে শামিল হয়েছে বলে জানায় এলবিএস অ্যাসোসিয়েশন ৷ পাশাপশি ফিরহাদ হাকিমকে এই মন্তব্যের জেরে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছে সংগঠনের নেতৃত্ব ৷ এর সঙ্গেই তাঁরা কলকাতা পৌরনিগমে বিক্ষোভ দেখালেন ৷ এই ইস্যুতে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দেওয়ার কথাও জানায় ৷ এলবিএসদের এই কর্মবিরতিতে কলকাতা পৈরনিগমের বিল্ডিং বিভাগের কাজে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ৷