পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Talk To Mayor: নকশা অনুমোদনে এলবিএসদের 'তোলাবাজি', অভিযোগ পেলেও সমাধান জানা নেই ফিরহাদের !

বাড়ির নকশা তৈরি ও অনুমোদনের জন্য অতিরিক্ত টাকা দাবি করছেন কলকাতা পৌরনিগমের এলবিএস-রা ৷ টক-টু মেয়রে এমনই অভিযোগ জমা পড়ল ৷ কিন্তু, সমস্যার কোনও সমাধান দিতে পারলেন না মেয়র ৷ উলটে তাঁর দাবি, তিনি নিজেও এলবিএস-দের তোলাবাজির শিকার!

Talk-to Mayor ETV BHARAT
Talk-to Mayor

By

Published : Aug 21, 2023, 6:54 AM IST

Updated : Aug 21, 2023, 7:31 AM IST

কলকাতা, 21 অগস্ট: নকশা অনুমোদন এখন এক চুটকিতে- একটা সময় এমনই প্রচার করেছিল কলকাতা পৌরনিগম ৷ সেই মতো অনলাইন ব্যবস্থাও করা হয়েছিল ৷ কিন্তু সমস্যা থেকে গিয়েছিল সেখানেই ৷ আর তার জেরেই সামান্য খরচের কাজে বিপুল টাকা ঢালতে হচ্ছে নাগরিকদের ৷ বাড়ি বা বহুতলের নকশায় যে সমস্ত ইঞ্জিনিয়াররা অনুমোদন দেন তাঁদেরই এলবিএস বলা হয়। এবার এই এলবিএসদের বিরুদ্ধে সাধারণ মানুষের থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ, 1 কাঠা 5 ছটাক জায়গায় বাড়ি তুলতে নকশা অনুমোদনে 18 হাজার টাকা দাবি করছেন এলবিএস-রা ৷ অবশ্য এই অভিযোগের সুরাহা দিতে পারেননি মেয়র ফিরহাদ হাকিম ৷ তবে, এর জন্য সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ৷ পৌরনিগমের 111 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস গায়েন টক টু মেয়র অনুষ্ঠানে এই সংক্রান্ত একটি অভিযোগ করেন ৷ তিনি জানান, তাঁর 1 কাঠা 5 ছটাক জমি রয়েছে ৷ মেয়র ফিরহাদ হাকিমের কাছে তাঁর প্রশ্ন ছিল, তাঁকে কি বাড়ির নকশা অনুমোদন করাতে হবে ? মেয়রের জবাব, অবশ্যই করাতে হবে ৷ তবে বেশি জায়গা ছাড়তে হবে না ৷

এরপর তাপস জানতে চান, এলবিএস-কে দিয়ে নকশা তৈরি করাতে কত খরচ হতে পারে ? নাগরিকের এই প্রশ্নের উত্তরে মেয়র জানান, 500 থেকে 1000 টাকার কাছাকাছি খরচ হওয়া উচিত ৷ তখনই তাপস অভিযোগ করেন, এলবিএস এই কাজের জন্য 18 হাজার টাকা চেয়েছেন ! অভিযোগ শুনেই ক্ষোভ প্রকাশ করেন মেয়র ৷ তিনি বলেন, "এলবিএস-রা লোককে ধরে মুরগি করছে ৷ সারা বছর কাজ পান না ৷ একটা পেলে সারা বছরের টাকা তুলতে চান ৷ আমি নিজে এই তোলাবাজির শিকার ৷ আর এই এলবিএস-রা ব্ল্যাকমেলিং করেন ৷ নকশা করার পর ইওডিপি মারফত আবেদন করা কী এমন হাতি-ঘোড়া ব্যাপার ! হাজার হাজার এলবিএস আছেন ৷ আপনি অন্য কাউকে ধরুন ৷"

আরও পড়ুন:মহা আবদার ! সুলভ শৌচালয়ে এসি বসানোর আরজি জানিয়ে মেয়রকে ফোন

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, এলবিএসদের বাড়বাড়ন্ত পৌর আইনের জোরেই ৷ এলবিএস-দের নির্দিষ্ট তালিকা আছে। তার বাইরে কাউকে দিয়ে নকশা অনুমোদন করানো যায় না ৷ আর নকশা অনুমোদন করতে এলবিএসরা সর্বোচ্চ কত টাকা নিতে পারবেন সেটাও ঠিক করা নেই। আর এই সুযোগেই নাগরিকদের থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন এই সমস্ত এলবিএসরা ৷ পৌর নিগমের এক আধিকারিক বলেন, "আইন অনুযায়ী পৌরনিগমের তালিকায় থাকা এলবিএস-দের দিয়েই নকশা করাতে হবে ৷ তাঁদের পারিশ্রমিকও নির্দিষ্ট করা নেই ৷ সুতরাং কেউ বেশি নিলে বিকল্প হিসেবে অন্য এলবিএসের কাছে যাওয়া আর করার কিছু নেই ৷"

Last Updated : Aug 21, 2023, 7:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details