কলকাতা, 21 ডিসেম্বর:কলকাতা পৌরনিগমের ফাঁকা জমি (KMC Land Occupied) পড়ে আছে দীর্ঘদিন ধরে । আর তাতেই রাত হলে বাড়ছে অসামাজিক কার্যকলাপ । বাড়ছে বহিরাগত লোকজনের আনাগোনা ও দেদার নেশা । এ দিকে, ধীরে ধীরে বেদখল হয়ে যাচ্ছে পৌরনিগমের জমি । দখলদারদের হাত থেকে সেই জমি বাঁচাতে এ বার তাতে কমিউনিটি হল (Community Hall) তৈরির আর্জি জানালেন 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)। বিষয়টি তিনি কলকাতা পৌরনিগমের অধিবেশনে উত্থাপন করেন ।
কাউন্সিলর অরূপ চক্রবর্তীর প্রস্তাব, ওই জমি উন্নয়নমূলক কাজে লাগানো হোক । 98 নম্বর ওয়ার্ডে একটিও কমিউনিটি হল নেই । সেটা তৈরি করা হোক । পাশাপাশি শিশু উদ্যান, খেলার মাঠ হোক । মাঠ লাগোয়া একটি মজে যাওয়া জলাশয়ের সংস্কারেরও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি ।
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, বাঁশদ্রোণীর 210 নম্বর এনএসসি বসু রোডে পৌরনিগমকে দান করা 11 কাঠা জমি রয়েছে । জমির একদিকে বড় একটি জলাশয় আছে । আগের কাউন্সিলরের সময় জলাশয় পরিষ্কার হয়েছে, তবে জমির কোনও রক্ষণাবেক্ষণ হয়নি ।