কলকাতা, 15 মার্চ:বড়বাজার বা বাগবাজার, রতনবাবুর ঘাট এসব এলাকায় গঙ্গার পাড় বেশ কয়েক বছর ধরেই ভাঙছে। বড়বাজার ভাঙনের গ্রাসে চলে গিয়েছে বেশ অনেকটা জমি। এক সময় বাবুঘাট প্রিন্সেপ ঘাট-সহ নিমতলার কিছু কিছু অংশে পাড় বাঁধানো, সংস্কার ও সৌন্দর্য্যায়ন করা হয়েছিল। তবে তারপরে আর কিছুই হয়নি। আবার অনেক জায়গাতেই নদীর পাড়ে কোনও ঘাট নেই। এবার ভাঙন রোধে সেই সমস্ত জায়গাগুলোতে ম্যানগ্রোভ লাগাতে চাইছে (KMC is Planning to Plant Mangroves) কলকাতা কর্পোরেশন। এই নিয়ে বিশেষজ্ঞদের থেকে পরামর্শ চাওয়া হয়েছে।
প্রাথমিকভাবে বাগবাজার বিচলী ঘাট থেকে রতনবাবুর ঘাট পর্যন্ত 15 কিলোমিটারের বেশি অংশে এই ম্যানগ্রোভ লাগানোর পরিকল্পনা করা হচ্ছে।
বাবুঘাট, বাঁজা কদমতলা ঘাটের ধারে কিছু গাছ কলকাতা কর্পোরেশনের উদ্যান বিভাগ লাগলেও তা নেহাত সাজানোর জন্য, দীর্ঘস্থায়ী নয়। ফলে দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে ম্যানগ্রোভ লাগানোর বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হয়েছে। যদিও এর জন্য বন্দর ও সেনাবাহিনীর অনুমতি প্রয়োজন। ইতি মধ্যে কলকাতা বিশ্ব বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের কিছু ছাত্রছাত্রী এই বিষয় একটি সমীক্ষা চালিয়েছেন। কোথায়, কী ধরনের ম্যানগ্রোভ গাছ বসানো যাবে, কতটা জায়গা আছে, কী ধরনের মাটির অবস্থা এমন নানা বিষয়ে।