পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Municipal Corporation: অনুদান আছে, জমি নেই, নৈশাবাস তৈরি ঘিরে বিস্তর জটিলতা তিলোত্তমায় - for building night shelters

নিজের বাড়ি কাকে বলে সেটা ওই মানুষগুলো জানে না । বৃষ্টি হোক বা কনকনে শীত-ওদের দিন কাটে খোলা আকাশের নীচে । সেই সহায় সম্বলহীন মানুষদের জন্য নাইট শেল্টার তৈরি করা দরকার । কিন্তু পর্যাপ্ত জমি না থাকায় দেখা দিয়েছে জটিলতা (KMC is facing land issues for building night shelters)।

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 5, 2023, 7:15 AM IST

কলকাতা,5 জানুয়ারি:কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়। কিন্তু কলকাতা পৌরনিগমের ক্ষেত্রে ব্যাপারটা বেশ আলাদা। শহরের গৃহহীন নাগরিকদের জন্য নাইট শেল্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে । শহরের ঠিক কোন কোন জায়গায় এগুলো তৈরি করা দরকার সেটাও চিহ্নিত করা গিয়েছে । কেন্দ্রীয় সাহায্য পাওয়ার ব্যাপারে আশ্বাসও মিলেছে । কিন্তু তবু নাইট শেল্টার তৈরি নিয়ে জটিলতা কাটছেই না। কারণ, নেই পর্যাপ্ত জমি। আর তাই অসহায় মানুষদের থাকার জায়গা হয়েও হচ্ছে না (KMC is facing land issues for building night shelters) ।

2011 সালে পৌরনিগমের হিসেব অনুসারে মহানগরের পথে ঘাটে গৃহহীন অবস্থায় দিনযাপন করা মানুষজনের সংখ্যা কম বেশি 30 হাজার। এখন তা আরও বেড়েছে। আর সেই সংখ্যক মানুষের মাথার উপর ছাদ দিতে কেন্দ্র আর্থিক অনুদান দিতেও রাজি। তবে জনবহুল শহরে জমির অভাব এখন মস্ত চিন্তার কারণ। তাই জমি চেয়ে কেন্দ্রীয় বিভিন্ন সংস্থারই দ্বারস্থ হয়েছেন পৌরনিগম ।
সূত্রের খবর, কেন্দ্রীয় অনুদানের আশ্বাস পেয়ে 14টি এমন নৈশাবাস তৈরি হচ্ছে কলকাতার বিভিন্ন জায়গায় (14 new night shelters are being build)। কয়েকটি তৈরির কাজ চললেও বেশ কয়েকটি জমি সম্প্রতি চিহ্নিত হয়েছে। যে পরিমাণ গৃহহীন ফুটপাথবাসী বলা হয়েছে তাতে কলকাতায় আরও 140টি এমন নাইট সেল্টার জন্য অনুদান মিলবে। তবে জমি সমস্যার জেরে সহায় সম্বলহীন মানুষগুলোকে যতটা সাহায্য করা দরকার ততটা করা সম্ভব হচ্ছে না ।

আরও পড়ুন: আজ ঠান্ডা আরও জমিয়ে ,পারদ নামতে পারে 13 ডিগ্রিতে

উল্লেখ্য,গোটা রাজ্যে এমন 109টি নতুন আশ্রয়স্থল তৈরি হবে। এখন কলকাতায় পৌরনিগম ও রাজ্য সরকারের মিলিয়ে 40টি এমন নাইট শেল্টার রয়েছে। গোটা রাজ্য মিলিয়ে সংখ্যাটা 51। রাজ্যের বিভিন্ন জায়গায় আরও 40টি নাইট শেল্টার তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।

কলকাতা কর্পোরেশনের বস্তি বিভাগের মেয়র পরিষদ স্বপন সমাদ্দার বলেন,"আমরা ইতিমধ্যেই অনেকগুলি নাইট সেল্টার তৈরি করেছি। আরও করা দরকার। মূল সমস্যা এগুলো তৈরি করতে যে পরিমাণ জমি লাগবে সেটা নেই। জমি না পেলে নাইট শেল্টার তৈরি করব কীভাবে? তাই রেল এবং বন্দর কর্তৃপক্ষকে আবেদন জানানো হয়েছে। তাঁদের প্রচুর পরিমাণ জমি পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে । সেটা খানিক পেলে এই নাইট সেল্টার করা যেত। তাতে গৃহহীন মানুষজন উপকৃত হতেন।"

ABOUT THE AUTHOR

...view details