পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Municipal Corporation: নয়া সিদ্ধান্ত ! ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশনের জন্য বাধ্যতামূলক মোবাইল নম্বর - কলকাতা পৌরনিগম

ট্রেড লাইসেন্স করা বা বাতিলের ক্ষেত্রে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে চলেছে কলকাতা পৌরনিগম ৷ কারচুপি করে ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়ার সমস্যা থেকে নগরবাসীকে উদ্ধার করতেই এই উদ্যোগ ৷

Etv Bharat
কলকাতা পৌরনিগম

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 7:00 AM IST

Updated : Sep 6, 2023, 7:20 AM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর:ট্রেড লাইসেন্সের রেজিস্ট্রশন করতে মোবাইল নম্বর বাধ্যতামূলক হল ৷ কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে এই নিয়ম চালু করা হয়েছে ৷ নতুন নিয়মে মোবাইল নম্বর ছাড়া লাইসেন্স ইস্যু বা বাতিল কোনওটাই করা যাবে না। কেন হঠাৎ এই নয়া সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা পৌরনিগম ?

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, করোনা কাল থেকে লাইসেন্স সংক্রান্ত সমস্ত কাজ হচ্ছে অনলাইনে ৷ করোনার আগে অফলাইন পরিষেবা ছিল। এরপর থেকে অফলাইনে যাঁরা ট্রেড লাইসেন্স করেছিলেন তাঁদের লাইসেন্স সংক্রান্ত তথ্য সহজেই অন্যরা জানতে পারতেন। এমনকী সেই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তাঁকে হেনস্থা করাও খুব কঠিন কিছু ছিল না ! কর্পোরেশনের কাছে একাধিক অভিযোগ আসছিল যে, অনেকই ব্যাক্তিগত ক্ষোভ মেটাতে ভুল তথ্য দিয়ে অন্যের লাইসেন্স বাতিল করিয়ে দিচ্ছেন। এরপরই নড়েচড়ে বসে কলকাতা পৌরনিগম ৷

সমস্ত বিষয়টি কড়া হাতে দমন করতে লাইসেন্সের কাজে মোবাইল নম্বর বাধ্যতামূলক করল কলকাতা পৌরনিগম। এই প্রসঙ্গেই জানানো হয়েছে, মোবাইল নম্বর রেজিস্ট্রেশন ছাড়া ট্রেড লাইসেন্স ইস্যু বা বাতিল কোনওটাই করা যাবে না। এই সংক্রান্ত কিছু করতে গেলে মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিলে তবেই লাইসেন্স বাতিল বা রেজিস্ট্রেশন হবে । এক্ষেত্রে যদি বেনিয়মের অভিযোগ আসে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে ।
এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের এক আধিকারিক জানান, কারচুপি করে ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পৌরনিগম । অভিযোগটি দায়ের করা হয়েছিল নিউমার্কেট থানায় । এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই নতুন নিয়ম চালু হলে লাইসেন্স বাতিল বা অভিযোগের ক্ষেত্রেও সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরে ওটিপি ছাড়া কিছুই করা যাবে না ৷

আরও পড়ুন:দূষণ থেকে মিলবে রক্ষা, 73 হেক্টর জমিতে কলকাতার নতুন 'ধাপা' বানাচ্ছে পৌরনিগম

উল্লেখ্য, 2021 সাল থেকে ট্রেড লাইসেন্স সংক্রান্ত সমস্ত কাজ সম্পূর্ণভাবে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে শুরু করেছে কলকাতা পৌরনিগম। এই মুহূর্তে কলকাতা শহরে মোট ট্রেড লাইসেন্স প্রাপকের সংখ্যা 7 লাখ । এরমধ্যে প্রায় সাড়ে 4 লাখ প্রাপক রয়েছেন যাঁরা 2021 সালের আগে অফলাইনে ট্রেড লাইসেন্স করিয়েছিলেন ৷

Last Updated : Sep 6, 2023, 7:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details