কলকাতা, 28 ফেব্রুয়ারি: বাড়িতে বসেই এবার মিলবে পরিষেবা ৷ ফোন করলে বাড়িতে এসে আধার ও স্বাস্থ্য সাথী কার্ড করে দেবে কলকাতা পৌরনিগম ৷ এই পরিষেবা পাবে বিশেষভাবে সক্ষমরা (KMC Service for Specially Abled) ৷ নম্বরটি হল 1947 । তাতে ফোন করে জানাতে হবে পরিষেবার জন্য ৷ বেশ কয়েক বছর যাবত ইউনিক আইডেন্টিটি নম্বর প্রতি নাগরিকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে । যা আছে আধার কার্ডে । আবার সম্প্রতি রাজ্যবাসীর স্বাস্থ্য পরিষেবায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড হচ্ছে ।
এই পরিচয় পত্র করতে প্রতি কেন্দ্রে বিপুল ভিড় হচ্ছে । আবার দুয়ারে সরকার কর্মসূচিতে উপচে পড়ছে ভিড় । আমজনতারই নাভিশ্বাস উঠছে লাইনে দাঁড়িয়ে । সেখানে বিশেষভাবে সক্ষম মানুষজনের কথা তো দূরঅস্ত । ফলে প্রয়োজন থাকলেও হকের পাওনা থেকে বঞ্চিত থাকতে হচ্ছে । কিন্তু সে দিন এবার শেষ । এই আধার বা স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড করতে আর সমস্যায় পরতে হবে না বিশেষভাবে সক্ষমদের । কারণ কলকাতা পৌরনিগমের সামাজিক ক্ষেত্র বিভাগের তরফে জানানো হয়েছে, একটি বিশেষ নম্বর রয়েছে যেখানে ফোন করলে বাড়ি গিয়ে সেই পরিষেবা দেওয়া হবে । এই বিশেষ নম্বরটি হল 1947 ৷