কলকাতা, 22 অক্টোবর: ইচ্ছা অনুসারে কাজ করতে গিয়ে মেয়াদ পার করেন প্রমোটাররা (Promoter) । আবার লাভের আশায় ফ্ল্যাট তৈরি করে দীর্ঘদিন ধরে ফেলে রাখছেন । এসবের পরে যখন জমির মালিককে ফ্ল্যাট দিচ্ছেন বা কেউ নতুন ফ্ল্যাট কিনছেন, দেখা যাচ্ছে তার মাথায় চাপছে মোটা অঙ্কের করে বোঝা । কারণ যে দীর্ঘ সময় ধরে ওই জমি বা ফ্ল্যাট হস্তান্তর হওয়ার আগে পর্যন্ত প্রমোটারের আওতাধীন ছিল, সেই সময়কালে এক টাকাও কর মেটাননি সংশ্লিষ্ট প্রমোটার । আর সেই দায় এসে পড়ে জমির মালিক বা নতুন ফ্ল্যাটের মালিকের ঘাড়ে ।
এবার সেই বোঝা যাতে অযাচিতভাবে অন্যের ঘাড়ে না চাপে, তাই পৌর আইন সংশোধনের চিন্তাভাবনা করছে কলকাতা পৌরনিগম (KMC going to bring new rules for mutation)। এবার নয়া আইনে জমি নেওয়ার পর থেকে ফ্ল্যাটের মালিকানা হস্তান্তর পর্যন্ত সময়কালের কর প্রমোটারকেই গুনতে হবে । মূলত প্রোমোটারদের এই স্বেচ্ছাচারিতা বন্ধ করতে এবার এমন নিয়ম আনছে পৌরনিগম ।
কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) মাসিক অধিবেশনে জমির নকশা অনুমোদন ও মিউটেশন (mutation) সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলেন কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায় । সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই মিউটেশনের নিয়ম বদলের কথা জানান মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) । এ বিষয় ফিরহাদ বলেন, "নতুন নিয়মে যার নামে প্ল্যান অনুমোদন হবে বা যে ফ্ল্যাট তৈরি করবেন তাঁকেই ট্যাক্সের টাকা দিতে হবে । এরপর সমস্ত ফ্ল্যাটগুলো তাঁর নামেই মিউটেডেট হয়ে যাবে । যতদিন না ফ্ল্যাট নতুন কারুর কাছে হস্তান্তর করা হচ্ছে, প্রোমোটারকেই ট্যাক্সের টাকা দিতে হবে ।"