কলকাতা, 16 মার্চ :জল বা আবর্জনা জমিয়ে ডেঙ্গুর মশা জন্ম নিতে পারে, এমন পরিবেশ অনেকেই তৈরি করে থাকেন । মহানগরের বহু নাগরিককে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মশা রোগ নিয়ন্ত্রণ শাখার কর্মীরা সচেতন করলেও তারা কান দেয়নি । ফল, মশা বাহিত রোগে শুধু আক্রান্ত হওয়া এবং মৃত্যুও । তাই এবার পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ জরিমানা করার পদক্ষেপ করেছে (KMC fine amounts to lakhs over conviction of KMC Act ) ।
বিগত বেশ কয়েক বছর ধরে কলকাতায় মশাবাহিত রোগ ভয়ঙ্কর রূপ নিয়েছে । আর বিরোধীরা পৌরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন । চাপের মুখে কর্তৃপক্ষ এই সংক্রান্ত আইন সংশোধন করে ৪৯৬(এ) ধারা হয়। এ প্রসঙ্গে পৌরনিগমে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য অতীন ঘোষ বলেন, "যাঁরা মশা জন্মানোর পরিবেশ তৈরি করছেন, তাঁদের বিরুদ্ধে 496 ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু করেছিলাম ৷ এরপর মুখ্য়মন্ত্রী বিধানসভায় আইন সংশোধন করে 496(এ) ধারার অধীনে আরও ক্ষমতা দিয়েছেন ৷ এই ধারা অনুযায়ী আমরা মিউনিসিপ্যাল আদালতে মামলা করি ও জরিমানা ধার্য করি ।"