পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Fine Amount: জল-জঞ্জাল জরিমানা, মোটা টাকা আয় কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের - KMC Act 496(A)

বাড়িতে জল, জঞ্জাল জমিয়ে মশা জন্মনোর ব্যবস্থা করেছেন ? সাবধান ! নাহলে জরিমানা দিতে হবে (KMC Fine Amount) ৷

KMC earns fine over conviction of KMC Act
কলকাতা পৌরনিগমের জরিমানাবাবদ আয়

By

Published : Mar 16, 2022, 7:41 AM IST

কলকাতা, 16 মার্চ :জল বা আবর্জনা জমিয়ে ডেঙ্গুর মশা জন্ম নিতে পারে, এমন পরিবেশ অনেকেই তৈরি করে থাকেন । মহানগরের বহু নাগরিককে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মশা রোগ নিয়ন্ত্রণ শাখার কর্মীরা সচেতন করলেও তারা কান দেয়নি । ফল, মশা বাহিত রোগে শুধু আক্রান্ত হওয়া এবং মৃত্যুও । তাই এবার পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ জরিমানা করার পদক্ষেপ করেছে (KMC fine amounts to lakhs over conviction of KMC Act ) ।

বিগত বেশ কয়েক বছর ধরে কলকাতায় মশাবাহিত রোগ ভয়ঙ্কর রূপ নিয়েছে । আর বিরোধীরা পৌরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন । চাপের মুখে কর্তৃপক্ষ এই সংক্রান্ত আইন সংশোধন করে ৪৯৬(এ) ধারা হয়। এ প্রসঙ্গে পৌরনিগমে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ সদস্য অতীন ঘোষ বলেন, "যাঁরা মশা জন্মানোর পরিবেশ তৈরি করছেন, তাঁদের বিরুদ্ধে 496 ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু করেছিলাম ৷ এরপর মুখ্য়মন্ত্রী বিধানসভায় আইন সংশোধন করে 496(এ) ধারার অধীনে আরও ক্ষমতা দিয়েছেন ৷ এই ধারা অনুযায়ী আমরা মিউনিসিপ্যাল আদালতে মামলা করি ও জরিমানা ধার্য করি ।"

আরও পড়ুন : COVID Vaccination for 12-14 Years : বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে 12-14 বছর বয়সিদের টিকাকরণ

তিনি জানান, সম্প্রতি 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত কলকাতা পৌরনিগম জরিমানাবাবদ 4 লক্ষ 55 হাজার টাকা আদায় করেছে । এখনও পর্যন্ত যে নির্দেশ হয়েছে, তাতে 29 লক্ষ 50 হাজার 455 টাকা জমা পড়বে কোষাগারে । জল জমানো, জঞ্জাল জমিয়ে মশার বংশবৃদ্ধির পরিবেশ তৈরির অপরাধে এই জরিমানা আদায় করা হয়েছে, জানান অতীন ঘোষ ৷

কেউ যদি জল, আবর্জনা বা অন্য এমন কিছু জমিয়ে মশা জন্মানোর পরিবেশ তৈরি করে, তাহলে তাদের প্রথমে সচেতন করা হবে । তারপর নোটিস দিয়ে নির্দিষ্ট দিনের মধ্যে পরিষ্কারের নির্দেশ দেওয়া হবে । তা না হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে পৌর আদালতে মামলা করবে পৌরনিগম কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details