কলকাতা, 13 জানুয়ারি: 2022-23 আর্থিক বছর (2022-23 Financial Year) শেষের পথে ৷ তার আগেও খরচের উপর নিষেধাজ্ঞা তুলল না কলকাতা পৌরনিগম (KMC Expenditure Ban not Lifted) ৷ আগের থেকে খানিকটা হলেও হাল ফিরেছে কলকাতা পৌরনিগমের কোষাগারের ৷ কেএমসি-র অর্থ বিভাগ একাধিকবার এমনই দাবি করেছে ৷ তার পরেও বছর শেষে খরচে নিষেধাজ্ঞা জারি থাকা নিয়ে প্রশ্ন উঠছে ৷ এর সমালোচনাও করেছে বিরোধীরা ৷ কলকাতা পৌরনিগমের বিরোধীপক্ষের কটাক্ষ, মাঝেমধ্যেই মেয়র ফিরহাদ হাকিম আয় বাড়ার দাবি করে থাকেন ৷ তবে, তা কতটা সত্যি তা বছর শেষে খরচের উপর নিষেধাজ্ঞাই প্রমাণ করে ৷
মেয়র ফিরহাদ হাকিম বলছেন, ‘‘বিভিন্ন খাতে প্রতি মাসে অতিরিক্ত 94 কোটি টাকা খরচ হচ্ছে কলকাতা পৌরনিগমের ৷ তাই খরচের উপর 40 শতাংশ নিষেধাজ্ঞা এক‘ও জারি রয়েছে ৷’’ প্রতি আর্থিক বছরে বাজেট পেশের পর, শুরুতেই খরচে উপর নির্দিষ্ট হারে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা পৌরনিগম ৷ একটি উন্নয়ন খাতে ও অপরটির রক্ষণাবেক্ষণ খাতে ৷ এই দুই খাতেই কোন বছর 40 শতাংশ ও পরবর্তী সময়ে আরও 20 শতাংশ খরচ করা হয় ৷ অর্থাৎ, বছরের শেষে 40 শতাংশ খরচের উপর নিষেধাজ্ঞা জারি থাকে ৷ যা বাজেট পেশের আগে সাধারণত তুলে নেওয়া হয় ৷