কলকাতা, 24 মার্চ: আলিমুদ্দিন স্ট্রিটে তৈরি হল ইংরেজি মাধ্যমের পৌর স্কুল (English Medium Municipal School on alimuddin street)। আগামীকাল স্কুলটির উদ্বোধন করা হবে ৷ এলাকার দরিদ্র পরিবারের শিশুরাও এখন ইংরেজি মাধ্যম স্কুলে প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারবে। তাও সম্পূর্ণ নিখরচায়। আগামীকাল শুক্রবার কলকাতা পৌরসভার 62 নম্বর ওয়ার্ডে এই নতুন ইংরেজি মাধ্যমের স্কুলের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন ফিরহাদ হাকিম।
জানা গিয়েছে, এই ভবনটি আগে বাংলা মাধ্যম ছিল। ভবনটিও ছিল ছোট। প্রাক্তন কাউন্সিলর ইকবাল আহমেদ উদ্যোগ নিলেও বাস্তবায়িত করতে পারেননি ৷ তাঁর মেয়ে বর্তমান কাউন্সিলর সানা আহমেদ সেই কাজটি সম্পন্ন করলেন। প্রায় 2 কোটি টাকা খরচ করে নতুন চারতলা স্কুল বাড়ি বানানো হয়েছে। স্থানীয় দরিদ্র বাচ্চারা বিনামূল্যে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার সুযোগ পাবে।