পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Election 2021 Result : স্ট্রং রুমে কড়া নিরাপত্তা, কোথায় কোথায় থাকছে গণনাকেন্দ্র ? জেনে নিন

গণনাকেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় । মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী । কুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশের ব্যবস্থা করা হয়েছে (tight security in strong rooms for vote counting) ।

KMC Election 2021 Result
পৌরভোটের ফলপ্রকাশ

By

Published : Dec 20, 2021, 10:11 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : রাত পোহালেই কলকাতা পৌরসভা নির্বাচনের 144টি ওয়ার্ডের ফল প্রকাশ (KMC Election 2021 Result ) । হাইকোর্টের নির্দেশানুসারে ভোটগ্রহণ কেন্দ্রের মতো গণনা কেন্দ্র ও স্ট্রং রুমেও মোতায়েন করা হবে সশস্ত্র পুলিশ তা আগেই ঘোষণা করা হয়েছিল (tight security in strong rooms for vote counting) ৷ এছাড়া সর্বক্ষণ নজরদারি চলবে সিসিটিভির মাধ্যমে ।

কোথায় কোথায় থাকছে গণনা কেন্দ্র

মোট 12টি জায়গায় হবে ভোট গণনা

বরো 1, 2 - রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি

বরো 3, 4, 5, 6 - নেতাজি ইন্ডোর স্টেডিয়াম

বরো 7 - গীতাঞ্জলি স্টেডিয়াম ( দক্ষিণ)

বরো 8 - ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ( ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ)

বরো 9 - ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওমেন হেস্টিংস্ হাউস কম্পাউন্ড

বরো 10 - যোধপুর পার্ক বয়েজ স্কুল

বরো 11 - যোধপুর পার্ক গার্লস হাই স্কুল

বরো 12 - গীতাঞ্জলি স্টেডিয়াম ( উত্তর)

বরো 13 - বড়িশা হাই স্কুল

বরো 14 - বিবেকানন্দ কলেজ ঠাকুরপুকুর

বরো 15 - সিস্টার নিবেদিতা গভর্মেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লস হেস্টিংস হাউস ।

বরো 16 - ব্রতচারী বিদ্যাশ্রম, ঠাকুরপুকুর জোকা ।

পাশাপাশি গণনাকেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় । মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী । কুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশের ব্যবস্থা করা হয়েছে । যে কক্ষগুলিতে ভোট গণনা হবে সেখানে সর্বাধিক 10টি টেবিল থাকবে । মোট 16 রাউন্ডয়ে হবে গণনা । গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে জারি করা হয়েছে 144 ধারা । AMRO-এর পদমর্যাদার একজন আধিকারিক প্রতিটি কাউন্টিং হলের দায়িত্বে থাকবেন ।

সূত্রের খবর, ওয়ার্ড অনুযায়ী ছক ঠিক করা হয়েছে এবং এক সময়ে সমস্ত ওয়ার্ডে গণনা শুরু হবে । সকাল সাতটার সময় খোলা হবে স্ট্রং রুম । 8টায় শুরু হবে গণনা । প্রথমে গণনা করা হবে ইলেকশন ডিউটি বোর্ডে ৷ তারপর শুরু হবে ইভিএম গণনা ।

কাউন্টিং এজেন্টরা গণনা পর্যবেক্ষণ করবেন ৷ তাঁরা মোবাইল বা কোনও ইলেকট্রনিক ডিভাইস গণনাকেন্দ্রের ভিতরে বহন করতে পারবেন না । গণনাকেন্দ্রে কোভিড প্রোটোকল অনুযায়ী মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হবে ৷ গণনাকেন্দ্র স্যানিটাইজেশন করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details