দক্ষিণেশ্বর, 11 ডিসেম্বর : আগামী 13 ডিসেম্বর বেনারসে শিব মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ তার আগে দেশের বিভিন্ন মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান চালাচ্ছে বিজেপি ৷ তেমনি রাজ্য বিজেপির তরফে বিজেপি নেতা রাহুল সিনহা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন এবং মন্দিরের মূল দ্বারে স্বচ্ছতা অভিযান চালান ৷ সেখানেই একাধিক ইস্যুতে কথা বললেন রাহুল সিনহা ৷
পৌর নির্বাচন-
রাহুল সিনহা বলেন, ‘‘অভিষেক বন্দোপাধ্যায় নিজে বলেছেন এবার কলকাতা পৌরনিগমে (KMC Election 2021) ভোট সুষ্ঠ ও স্বাভাবিক হবে ৷ আর তার অন্যথা হলে, বোঝা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের উপর নিয়ন্ত্রণ নেই (Rahul Sinha on Municipality Election Violence) ৷’’
ভ্যাকসিনেশন-