পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jagdeep Dhankhar on KMC election 2021: আমার দেহরক্ষীর বুথে প্রবেশের অনুমতি নেই, রাজ্যপালের গলায় ক্ষোভের সুর - ভোট দিলেন রাজ্যপাল

আমার দেহরক্ষীর বুথে প্রবেশের অনুমতি নেই ৷ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেহরক্ষীর সেই অনুমতি আছে ৷ ভোট (KMC election 2021) দিতে গিয়ে এমনই ক্ষোভের সুর শোনা গেল রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar on KMC election 2021) গলায় ৷

KMC election 2021: Governor Jagdeep Dhankhar casts his vote with his wife
আমার দেহরক্ষীর বুথে প্রবেশের অনুমতি নেই, রাজ্যপালের গলায় ক্ষোভের সুর

By

Published : Dec 19, 2021, 2:01 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর : কলকাতা পৌরনির্বাচনে (KMC election 2021) পোলিং বুথে তাঁর দেহরক্ষীদের প্রবেশের অনুমতি না-থাকায় ঠারেঠোরে নিজের অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ ভোট দিতে গিয়ে নিজেই তিনি সেই প্রসঙ্গে বলেন, কমিশনের নির্দেশ অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেহরক্ষীর বুথে প্রবেশের অনুমতি রয়েছে ৷ কিন্তু তাঁর দেহরক্ষীকে সেই অনুমতি দেয়নি কমিশন ৷ তবে ভোটে হিংসার প্রসঙ্গে প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকেন রাজ্যপাল ৷

আজ প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে স্ত্রী সুদেশ ধনকড়কে নিয়ে ভোটদান করেন রাজ্যপাল (Jagdeep Dhankhar on KMC election 2021)৷ সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "গতকাল রাতে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস নির্দেশ জারি করে জানান, পোলিং বুথে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীদের প্রবেশের অনুমতি রয়েছে ৷ রাজ্যপালের নিরাপত্তা রক্ষীরও সেই অনুমতি নেই ৷ আপনারা দেখেছেন, আমি আইন মেনে আমার নিরাপত্তা রক্ষীদের বুথের বাইরে থাকার নির্দেশ দিয়েছি ৷ সবারই আইন মেনে চলা উচিত ৷"

আরও পড়ুন:Pegasus Inquiry Commission : আগামিকাল বিকেলের মধ্যে পেগাসাস তদন্ত কমিশনের নথি চাই, মুখ্যসচিবকে নির্দেশ রাজ্যপালের

ভোট দিলেন সস্ত্রীক রাজ্যপাল

কলকাতা পৌরনির্বাচনে হিংসার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে আগের নির্বাচনের হিংসার ঘটনা টেনে আনেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar casts his vote)৷ তবে ভোট চলাকালীন এ বারের হিংসা নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছেন তিনি ৷ হিংসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, "প্রজাতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ ভোটদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ প্রজাতন্ত্র ব্যবস্থায় যাতে ভোটারদের মনে কোনও ভয় না-থাকে, সেটা নিশ্চিত করা অত্যন্ত আবশ্যিক ৷ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে আমি দু'বার ডেকেছিলাম ৷ তাঁকে বলেছিলাম, ভোট যাতে শান্তিপূর্ণ হয়, ভয়হীন হয় এবং প্রশাসন যাতে সেখানে নাক গলায়, সেটা নিশ্চিত করতে ৷ কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা দেখে এসেছি সে কথা মানা হয়নি বলে তা আমাদের কষ্টদায়ক হয়েছে ৷"

আরও পড়ুন:KMC Election 2021 : তৃণমূলের বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে বুথ দখলের অভিযোগ মীনাদেবী পুরোহিতের

এ কথা বলতে গিয়ে আগের নির্বাচনে হিংসা প্রসঙ্গ তুলে রাজ্যপাল বলেন, 2018 সালের পঞ্চায়েত ভোট, 2019 সালে লোকসভা ভোটে অনেক ঘটনা ঘটেছে ৷ সাম্প্রতিক বিধানসভা ভোট নিয়েও মানবাধিকার কমিশন অনেক কিছু বলেছে ৷ তবে এখন ভোট চলছে, তাই এ বিষয়ে তিনি আর কিছু বলতে চান না বলে জানান রাজ্যপাল ৷

ABOUT THE AUTHOR

...view details